3:09 pm , December 2, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৪ আসনের বিএনপির প্রার্থী অপ-প্রচার করছে বলে দাবি করেছেন একই আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। গতকাল রোববার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি করেছেন। সংবাদ সম্মেলনে পঙ্কজ দেবনাথ বলেন, বিএনপির প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ নির্বাচনে বাড়তি সুবিধা পেতে আমার এবং আমার এলাকার নেতা কর্মিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। এর কোন ভিত্তি নেই। তিনি বিভিন্ন অভিযোগ করলেও কোন সুনির্দিষ্ট অভিযোগ করেননি। কোন অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেননি। এতে বোঝা যায় এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঙ্কজ দেবনাথ বলেন হিজলা এবং মেহেন্দিগঞ্জ এলাকায় সরকারি ক্ষমতা ও সুযোগ সুবিধা ব্যবহার করার মতো কোনো বিষয় নেই। এটি একটি দুর্গম এলাকা। এখানে ডাক বাংলো আর ইউএনওর গাড়ী ব্যবহার করা ছাড়া সরকারি কোনো সুবিধা নেয়ার সুযোগ নেই। তিনি বলেন মেহেন্দিগঞ্জে এখন আমার ব্যক্তিগত গাড়ী রয়েছে আর আমি ডাকবাংলা ব্যবহার করি না। তাহলে আমি কোথায় সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করলাম ? বিএনপির প্রার্থী অভিযোগ করার জন্যই অভিযোগ করেছেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত। এ সময় সাংবাদিকরা তার বিরুদ্ধে তার নিজ দলের নেতাকর্মীদের অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এই আসনের মোট ৮ জন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় প্রধান আমাকে মনোনয়ন দেওয়ায় অন্য প্রার্থীরা সকলেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আওয়ামী লীগের মতো বৃহৎ দলে একাধিক প্রার্থী থাকতেই পারে। এখানে প্রতিযোগীতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা দলীয় সিদ্ধান্ত মেনে সকলে একসঙ্গে কাজ করছি এটাই আওয়াামীলীগের সৌন্দর্য বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে মেহেন্দিগঞ্জ পৌরসভা মেয়র মোঃ কামাল উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান চেয়াম্যান অ্যাডভোকেট মনসুর আহমেদ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের বিরুদ্ধে হামলা মামলা,অস্ত্রের মহড়া এবং নির্বাচনে সরকারী প্রভাব বিস্তারের অভিযোগ এনে আসনের বিএনপি প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ বিএনপি দলীয় কার্য্যালয়ে সংবাদ সম্মেলন করেন এবং একই অভিযোগে তিনি রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে আওয়ামীলীগ প্রার্থী পংকজ দেবনাথ পাল্টা এ সংবাদ সম্মেলন করেন।