জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্যে বছরে কোটি টাকার বেশি আয় জেলার ৬ আসনের পাঁচ প্রার্থীর জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্যে বছরে কোটি টাকার বেশি আয় জেলার ৬ আসনের পাঁচ প্রার্থীর - ajkerparibartan.com
জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্যে বছরে কোটি টাকার বেশি আয় জেলার ৬ আসনের পাঁচ প্রার্থীর

3:31 pm , December 1, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৫১ জন প্রার্থীর বেশিরভাগই সম্পদশালী। যার মধ্যে বছরে কোটি টাকার উপরে উপার্জন রয়েছে ৫ প্রার্থীর। আবার অনেকের বার্ষিক আয় কম থাকলেও রয়েছে গাড়ি-বাড়ির মতো মূল্যবান সম্পদ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্যানুযায়ী, সবথেকে বেশি বাৎসরিক উপার্জনশীল প্রার্থী বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী হয়ে বছরে মোট আয় দেখিয়েছেন ৬ কোটি ১০ লাখ ৮৪ হাজার ৪৬৪ টাকা। যা বরিশালের ৬ টি আসনের ৫১ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ। আবার অস্থাবরের মধ্যে তার রয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ৪৫৩ টাকার সম্পত্তি । স্থাবর সম্পদের মধ্যে ২২ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৬৮৭ টাকার সম্পদ। ব্যাংকের ঋন রয়েছে ৭৩ লাখ ৩১ হাজার ৭৩৮ টাকা। অপরদিকে সব থেকে বেশি সম্পদশালী বরিশাল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম মোয়াজ্জেম হোসেন পেশায় ব্যবসায়ী। তার বছরে আয় ১ কোটি ৭০ লাখ ৫ হাজার ৪৯৫ টাকা হলেও অস্থাবরের মধ্যে তার রয়েছে ৯৬ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৮১৮ টাকার সম্পত্তি ও ২০ তোলা অলংকার রয়েছে এবং তার স্ত্রীর ৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার ৩৫১ টাকার সম্পত্তি ও ৩০ তোলা অলংকার রয়েছে। স্থাবরের মধ্যে তার রয়েছে ২৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৭৪ টাকার সম্পত্তি ও তার স্ত্রীর ২ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকার সম্পত্তি রয়েছে। যা এ আসনের সবার থেকে বেশি। তবে তার মোট দায় রয়েছে ৯ কোটি ৯ লাখ ৭৩ হাজার ৩২ টাকার। এছাড়া বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। তিনি কৃষিখাত, বাড়ি-এপার্টমেন্ট-দোকান বা অন্যান্য ভাড়া ও ব্যবসা থেকে তার বছরে আয় ২ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ১৩৭ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে তার নামে রয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ২২২ টাকার সম্পত্তি ও তার স্ত্রীর নামে ৩ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৫৮৪ টাকার সম্পত্তি রয়েছে। স্থাবর সম্পত্তির মধ্যে তার ২ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৭৪৮ টাকার ও তার স্ত্রীর ৩০ হাজার টাকার সম্পত্তি রয়েছে। এছাড়া উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত যৌথ মালিকানার দুটি পুরোনো বাড়ির একাংশ রয়েছে তার যার আনুমানিক মোট মূল্য ৫ লাখ টাকা। বরিশাল-৬ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তালুকদার পেশায় একজন ব্যবসায়ী। তার বাৎসরিক আয় ২ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ৩৭২ টাকা ও তার ওপর নির্ভরশীলদের আয় ১৬ লাখ ৫৯ হাজার ১১৩ টাকা। ৩২ কোট ৫২ লাখ ১৩ হাজার ৮৩৮শত টাকার অস্থাবর সম্পদ রয়েছে প্রার্থীর নিজের এবং তার স্ত্রীর নামে ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৬১০ শত টাকার রয়েছে। পাশাপাশি প্রার্থীর নিজের ২৬ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৫৭ টাকার ও স্ত্রীর নামে ১ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। দায়ের খাতায় ১৮ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৪৬ টাকার লোন রয়েছে। বরিশাল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী, তিনি ব্যবসাসহ বিভিন্ন খাত থেকে বছরে মোট আয় দেখিয়েছেন ২ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ টাকা। অস্থাবরের মধ্যে রয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৪৯৮ টাকার সম্পত্তি ও তার স্ত্রীর ৩০ ভরি অলংকার। স্থাবর সম্পদের মধ্যে ২ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার সম্পদ দেখানো হয়েছে। দায়ের ক্ষেত্রে ৪ টি ঋন মোট ১৭ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৪১৩ টাকা দেখিয়েছেন। এদিকে কোটি টাকার ওপরে সম্পদের মালিক বরিশাল-৫ আসনে বিএনপির মোঃ মজিবর রহমান সরওয়ার পেশায় ব্যবসায়ী। তিনি বছরে মোট ৪৮ লাখ ৭০ হাজার ৯৮৮ টাকার আয় দেখিয়েছেন। তার ২ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার অস্থাবর সম্পদ ও ৫০ তোলা সোনা এবং ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৪২৬ টাকার স্থাবর সম্পদ রয়েছে। বরিশাল-১ আসনে বিএনপির জহির উদ্দিন স্বপন পেশায় ব্যবসায়ী হয়ে বছরে আয় দেখিয়েছেন ১৪ লাখ ৩০ হাজার টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ৪ কোটি টাকার সম্পদ রয়েছে তার। বরিশাল-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী শাহে আলম পেশায় ব্যবসায়ী। যার বছরে আয় ৪৬ লাখ ৬৪ হাজার ৫৯৭ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পদ রয়েছে তার। এই আসনে বিএনপির সৈয়দ শহিদুল হক জামাল পেশায় পরামর্শদাতা। তার বছরে আয় ৬ লাখ ৭৫ হাজার ২ শত টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় সোয়া ১ কোটি টাকার সম্পদ রয়েছে তার। এ আসনে বিএনপির অন্য প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদের প্রায় দেড়কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। বরিশাল-৩ আসনে বিএনপির সেলিমা রহমান পেশায় নিজেকে ব্যবসায়ী উল্লেখ করে বছরে মোট আয় দেখিয়েছেন ৯ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে সাড়ে ৪ কোটি টাকার ওপরে সম্পদ রয়েছে তার। এই আসনে বিএনপির অপর প্রার্থী জয়নুল আবেদীন নিজেকে আইনজীবি উল্লেখ করে বছরে মোট আয় দেখিয়েছেন ২৫ লাখ ৩৫ হাজার ৮১৩ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পদ রয়েছে তার। বিকল্পধারা বাংলাদেশের এনায়েত কবির পেশায় ব্যবাসায়ী। তার বাৎসরিক আয় ৩ লাখ ৫৮ হাজার টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ রয়েছে তার। যার মধ্যে ৩ কোটি টাকার ৩ টি এপার্টমেন্টই রয়েছে তার। বরিশাল ৪ আসনে আওয়ামী লীগের পঙ্কজ নাথ পেশায় নিজেকে ব্যবসায়ী উল্লেখ করে বছরে মোট আয় দেখিয়েছেন ৩৫ লাখ ৫০ হাজার ১৭ টাকা ও প্রার্থীর ওপর নির্ভরশীলদের বছরে আয় ৬ লাখ ১৩ হাজার ৬০৬ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে তার দেড় কোটি টাকার ওপরে সম্পদ রয়েছে। বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির নাসরিন জাহান রতœা পেশায় ব্যবসায়ী। তার বাৎসরিক আয় ৫৫ লাখ ৮৮ হাজার ৫৯৬ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ৪ কোটি টাকার সম্পদ রয়েছে তার। এছাড়াও ১ শত ভরি স্বর্নালংকার পৈত্রিক সূত্রে পাওয়া ১ টি ফ্ল্যাট রয়েছে তার। বরিশাল-৬ আসনে বিএনপির আবুল হোসেন খান ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৬ লাখ ৪০ হাজার টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পদ রয়েছে তার। অপরদিকে ৩ লাখ টাকারও কম বাৎসরিক আয় দেখিয়েছে ১৩ জন। যারমধ্যে বরিশাল-১ আসনে দুবাই প্রবাসী জাকের পার্টির মোঃ বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রাসেল সরদার, বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম মিঞা, এনপিপির সাহেব আলী, বরিশাল ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মাহাবুবুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিন, বরিশাল-৫ আসনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুস ছাত্তার, বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির (জেপি) খন্দকার মাহাতাব উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের এ কে এম নুরুল ইসলাম, গণফোরামের মোঃ ফোরকান আলম খান, গনফোরামের হিরণ কুমার দাস রয়েছেন। এছাড়া বরিশাল-৩ আসনে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মোঃ নুরুল ইসলাম (অবসরপ্রাপ্ত শিক্ষক) ও বরিশাল-৫ আসনে ন্যাশনাল পিপলস পার্টির শামীমা নাসরিন (অবসর প্রাপ্ত ব্যংক কর্মকর্তা) হলফনামায় হলফনামায় বার্ষিক কোন আয়ের কথা যেমন উল্লেখ করেননি, তেমন স্থাবর ও অস্থাবর কোন সম্পত্তির কিছুই উল্লেখ করেননি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT