3:12 pm , November 29, 2018
মুলাদী প্রতিবেদক ॥ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বিপুল সংখ্যক নেতাকর্ম-সমর্থকদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিলের পর মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে মুলাদী উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২০০৮সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাম কিবরিয়া টিপু। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত কারনে পরাজিত হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জাতীয় পার্টিকে ঢেলে সাজিয়ে মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ খানকে সভাপতি করে জার্তীয় পার্টিতে নতুন নেতৃত্ব সৃষ্টির ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও শতভাগ জয়ের স্বপ্ন দেখছে দলের নেতাকর্মী সমর্থকরা। হারুন অর রশিদ খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ উপজেলার ৭ ইউনিয়ন ও পৌর সভার জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, যে কোন মুল্যে গোলাম কিবরিয়া টিপুকে বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ আসনে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করতে দৃড় প্রত্যয় নিয়ে ব্যপক নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে গত বুধবার বেলা ২টায় মুলাদী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিলের সময় উপস্থিত মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা মীর্জা আব্দুল্লাহ হারুন, সহ-সভাপতি মাকসুদুর রহমান আকন্দ, বজলুর রহমান সরদার, আজিজুর রহমান লাল মিয়া, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সরদার, যুগ্ন-সম্পাদক এ্যাড. টিপু, কাজল পালোয়ান, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, প্রচার সম্পাদক আশরাফুল হক তালুকদার, সেচ্ছা সেবক পার্টির উপজেলা সভাপতি ইসমাইল খান ও মুলাদী সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার নিজাম উদ্দিন খান, সম্পাদক মাষ্টার গিয়াস উদ্দিন, কাজিরচর সভাপতি মোশারেফ হোসেন রাড়ী, সম্পাদক মাওলানা নুর হোসেন, গাছুয়া সভাপতি জাহাঙ্গীর মাতুব্বর, সম্পাদক সোবাহান হাওলাদার, চরকালেখান সভাপতি শাজাহান ঢালী, সম্পাদক নীলু সরদার, সফিপুর সভাপতি হুমায়ুন মুন্সি, সম্পাদক তাহের পালোয়ান, বাটামারা সভাপতি সৈয়দ মোজাম্মেল হক, সম্পাদক মাষ্টার আঃ রাজ্জাক, নাজিরপুর সভাপতি শাজাহান সিকদার, সম্পাদক মনির হোসেন খান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী।