দৌলতখানে নসিমন ও অটোরিক্সার সংঘর্ষে যুবক নিহত দৌলতখানে নসিমন ও অটোরিক্সার সংঘর্ষে যুবক নিহত - ajkerparibartan.com
দৌলতখানে নসিমন ও অটোরিক্সার সংঘর্ষে যুবক নিহত

3:11 pm , November 29, 2018

দৌলতখান প্রতিবেদক ॥ দৌলতখানে গাছ বোঝাই নসিমন ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। নিহত যুবক মো. মিরাজ পৌরসভা ৮ নং ওয়ার্ডের ভোটের ঘর এলাকার কালু মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার স্বজনরা জানায়, মিরাজ দৌলতখান থেকে অটোরিকশায় ভোলার উদ্দেশ্যে রওনা হয়। অটোরিক্সা দৌলতখান ফায়ার সার্ভিসের সামনে পৌছুলে গাছ বোঝাই নসিমনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিরাজের মৃত্যু হয়েছে। ঘটনার পর নসিমন ও অটোরিকশার চালক পালিয়ে যায়। এ ব্যাপারে দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নসিমন এবং অটোরিকশা আটক করা হয়েছে। চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT