3:11 pm , November 29, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর-৫ আসনে বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের মনোনয়ন জমা দিতে আসা যুবদল নেতা-কর্মীদের মধ্যে দুই দফা মারামারির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মারামারিতে আহত মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ সাঈদ খোকন বাদী হয়ে মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় দু’জনকে নামধারী এবং ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নামধারী আসামীদ্বয় হলো মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদ হাসান মামুন ও বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (পদত্যাগ করা) সোহেল রাঢ়ী। গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলায় সাঈদ নামের ব্যক্তি তার উপর সন্ত্রাসী হামলা এবং ছিনতাই’র অভিযোগ করেছে। মামলার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-৫ আসনের বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরোয়ার মনোনয়ন জমা দিতে গেলে জেলা প্রশাসন কার্যালয়ের অভ্যন্তরে তার সাথে থাকা যুবদল নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও দুই দফা মারামারি হয়। প্রার্থীও কাছাকাছি থাকতে সামনে যাওয়াকে কেন্দ্র করে দুই দফা মারামারিতে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাঈদ খোকন আহত হয়।