নির্বাচনের কারনে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালনে সভা ও দোয়া মোনাজাত আয়োজন নির্বাচনের কারনে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালনে সভা ও দোয়া মোনাজাত আয়োজন - ajkerparibartan.com
নির্বাচনের কারনে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালনে সভা ও দোয়া মোনাজাত আয়োজন

3:10 pm , November 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি দিবস। ১৯৯৭ সালের এই দিনে অশান্ত চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে চুক্তি হয়। বাংলাদেশ সরকারের পক্ষে যে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি। ওই থেকে বছরের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি দিবস হিসেবে পালন হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি দিবস উদযাপনে কর্মসূচি গ্রহন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভার মাধ্যমে কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২রা ডিসেম্বর দুপুর ৩টায় নগরীর কালিবাড়ি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর বাড়ি ‘সেরনিয়াবাত’ ভবনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান। নির্বাচনের বিধি নিষেধ থাকায় পূর্বের ন্যায় জমকালো কোন কর্মসূচির নেয়নি আওয়ামী লীগ।
এদিকে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হয়। যার একটি বড় মাইল ফলক হচ্ছে ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি। যে শান্তিচুক্তি অশান্ত পাবর্ত্য অঞ্চলে শান্তি ফিরে আসে। পার্বত্য শান্তিচুক্তির অন্যতম প্রনেতা ছিলেন দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। যিনি সরকারের পক্ষে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পুলিশের সাবেক এসপি মাহাবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম, বরিশাল সদর আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফেরদৌস জাহান মুন্নি ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT