চরমোনাই মাহফিলের আখেরী মোনাজাতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ইসলাম ও মানবতা বিরোধী অপশক্তির হিদায়াত কামনা চরমোনাই মাহফিলের আখেরী মোনাজাতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ইসলাম ও মানবতা বিরোধী অপশক্তির হিদায়াত কামনা - ajkerparibartan.com
চরমোনাই মাহফিলের আখেরী মোনাজাতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ইসলাম ও মানবতা বিরোধী অপশক্তির হিদায়াত কামনা

3:07 pm , November 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আখেরী মোনাজাতে বিশ^ শান্তি প্রতিষ্ঠা এবং ইসলাম ও মানবতাবিরোধী অপশক্তির হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়েছে চরমোনাই পীরের অগ্রহায়ণ মাসের বার্ষিক মাহফিল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত আখেরী মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। গত ২৬ নভেম্বর বাদ জোহর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় এ মাহফিল। আখেরী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ যখণ আল্লাহ বিমূখ হয়ে যায় তখন মানুষের মধ্যে মানবতা থাকে না বিধায় তারা যেকোন অপরাধে জড়িয়ে পরে। সুতরাং আমাদের সবার মধ্যে আল্লাহভীতি এবং আল্লাহ ও রাসূলের পূর্ণ আনুগত্য থাকতে হবে। আল্লাহ ও তাঁর রাসূল স. মনোনীত দ্বীন ব্যতীত অন্য কোন তন্ত্র-মন্ত্র কখনোই গ্রহণ করা যাবেনা। যারা আল্লাহ ও তাঁর রাসূলের আদর্শ ব্যতীত অন্য আদর্শ গ্রহণ করে কিংবা সে আদর্শের দিকে লোকদিগকে আহবান করে, তারা পথভ্রষ্ট।
আখেরী মুনাজাতে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু, বরিশালের প্রশাসনিক পদস্থ কর্মকর্তা, বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজিবী গন্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
তিনদিনব্যাপি মাহফিলে মূল্যবান বয়ান পেশ করেন, পীর সাহেব চরমোনাই রহ. এর খলীফা মাওলানা মুজিবুর রহমান (কালিশুরী হুজুর), মাওলানা আব্দুল মজিদ (পীর সাহেব মোড়েলগঞ্জ), মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী (পীর সাহেব কাঠীপাড়া), আল্লামা নূরুল হুদা ফয়েজী (পীর সাহেব কানুদাসকাঠী), দক্ষিণ আফ্রিকা দারুল উলুম-এর মুহতামীম মাওলানা মুফতী আমজাদ হোসাইন, চরমোনাই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও পীর সাহেব চরমোনাই রহ. এর সাহেবজাদা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, পীর সাহেব চরমোনাই রহ. এর সাহেবজাদা মুফতী সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম, চরমোনাই জামেয়ার মুহাদ্দিস মুফতী নূরুল আলম, চরমোনাই আলিয়ার প্রধান মুফাস্সির মাওলানা গাজী মুহাম্মাদ জাফর ইমাম, আলিয়ার মুহাদ্দিস মাওলানা নিজামুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ (পীর সাহেব বরগুনা) সহ দেশবরেণ্য উলামায়ে কিরামগণ।
এবছর চরমোনাই মাহফিলে এসে মোট চারজন ব্যক্তি ইন্তেকাল করেন। তন্মধ্যে একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ও অপর তিনজন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এদের সকলের নামাজে জানাজা মাহফিলের স্টেজেই অনুষ্ঠিত হয়। জানাজার পরে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT