3:21 pm , November 28, 2018
কাঠালিয়া প্রতিবেদক ॥ ঝালকাঠি-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন ও বিএনপির মনোনিত প্রার্থী সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আকন্দ মোহম্মদ ফয়সাল উদ্দীনের নিকট এ মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে জমা দেন। এছাড়া এই আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মো. আবুল হোসাইন, জেপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল, জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির (স্বতন্ত্র), বিএনপির মনোনিত প্রার্থী শাহজাহান ওমরের ছোট ভাই শাহ জালাল শামীম (স্বতন্ত্র), মাওলানা মো. দেলোয়ার হোসাইন (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।