3:18 pm , November 28, 2018

ভোলা অফিস ॥ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল কারার পর আনন্দিত উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে আমার ২৭ বছর বয়সে মনোনয়ন দিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য করেছিলেন। সেখান থেকে আজবদি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছি। সুতরাং আমি খুব আনন্দিত আবারও নির্বাচন করার সুযোগ পেয়েছি। বিগত জাতীয় নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ২০১৪ সালে আমরা নির্বাচন করেছি। বিএনপি নির্বাচন করেনি। বিএনপি অবশেষে উপলদ্ধি করেছে জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস রাজনৈতিক পথ না। সেজন্য তারা স্বাভাবিক পথে এসে নির্বাচনে অংশ গ্রহণ করেছে। এটা জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। সুখের বিষয় হলো যারা নির্বাচনে অংশ গ্রহণ করবে না বলেছে তারাও নির্বাচনে অংশ গ্রহণ করছে। নির্বাচনটা প্রতিযোগিতা মুলক হবে। আগামী নির্বাচন অংশগহণ মূলক হবে এব্যাাপারে কোন সন্দেহ নাই। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আন্তর্জাতিক বিশ্বে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। গতকাল বুধবার দুপুরে ভোলা-১ (সদর আসন) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদে প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তোফায়েল আহমেদ। অন্যএক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমাদের ধারনা জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে। তিনি (শেখ হাসিনা) দেশটাকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত দেশ গঠন করতে পারবো। বিএনপির ২০১৪ সালে নির্বাচন না করে ভুল করেছে। খালেদা জিয়া দ-প্রাপ্ত বলে নির্বাচন করতে পারবে না বলে সব মহলে প্রচারিত হচ্ছে। এটা আদালতের ব্যাপার।
এর আগে বেলা ১১ টায় মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে তোফায়েল আহমেদ তার গাজিপুর রোডের বাসয় দোয়া মোনাজাতের আয়োজন করে। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র মনিরুজ্জামান মনির সহ ৭ জন শীর্ষ নেতাকে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের কাছে মনোনয়ন পত্র জমা দেন।