জেলার ৬ আসনে ৫১ প্রার্থীর মনোনয়ন জমা জেলার ৬ আসনে ৫১ প্রার্থীর মনোনয়ন জমা - ajkerparibartan.com
জেলার ৬ আসনে ৫১ প্রার্থীর মনোনয়ন জমা

3:15 pm , November 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জেলার ৬ আসনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার শেষ দিন পর্যন্ত ৬টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের মোট ৫১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে বুধবার একদিনেই ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে এসব আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৬ জন সম্ভাব্য প্রার্থী। বরিশাল জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। এজন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র গ্রহন করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৬টি আসনে মোট ৫১টি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়মী লীগের প্রার্থী আলহাজ্ব আবুল হাসনাত আবদুল¬াহ, বিএনপি মনোনিত এম জহির উদ্দিন স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী, বিএনপি’র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান সহ ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে গতকাল বুধবার দুপুরের দিকে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, সদর আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাহিদ ফারুক শামীম সহ অন্যান্য প্রার্থীরা আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়নপত্র জমাদেন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি’র শহিদুল হক জামাল, জাতীয় পার্টির মাসুদ পারভেজ (সোহেল রানা), আওয়ামী লীগের প্রার্থী মোঃ শাহে আলম, সতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু, ইসলামী যুব আন্দোলনের প্রার্থী মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ওয়ার্কার্স পার্টির প্রার্থী জহুরুল ইসলাম টুটুল, ন্যাশনাল পিপল পার্টি (এনপিপি) এর দলীয় প্রার্থী সাহেব আলী, স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম, বিএনপি’র প্রার্থী এস সারফুদ্দিন আহমেদ সান্টু ও শাহে আলম মিয়া, জাসদ (আম্বিয়া) প্রার্থী আনিসুজ্জামান সহ ১২ জন।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনিত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন, বেগম সেলিমা রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ঐক্য ন্যাপ’র প্রার্থী মাস্টার নূরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির প্রার্থী এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম সহ ৮ জন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ, আওয়ামী লীগের পংকজ নাথ, বাম গণতান্ত্রিক মোর্চার প্রার্থী এনামুল হক এমরান ও খেলাফত মজলিশের একজন প্রার্থী সহ ৮জন।
বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বিএনপি’র প্রার্থী এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ও আলহাজ্ব এবায়দুল হক চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম, বাম গনতান্ত্রিক মোর্চার প্রার্থী অধ্যাপক আব্দুস সাত্তার ও ন্যাশনাল পিপল পার্টি (এনপিপি) প্রার্থী শামীমা নাসরিন সহ ৭ জন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি’র প্রার্থী আবুল হোসেন খান ও আব্দুর রশীদ খান, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী রতনা আমিন, জাসদ মনোনীত প্রার্থী মোঃ মহসিন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির ও গনফোরামের প্রার্থী হিরন কুমার দাস মিঠু সহ ১১ জন।
রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা শান্তিপূর্নভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে কোথাও কোন ঝামেলা হয়নি। তিনি বলেন, জেলা প্রশাসন কার্যালয় ছাড়াও বরিশালের ১০টি উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও মনোনয়নপত্র জমা নিয়েছে। আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT