3:11 pm , November 27, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা বিএনপি (দক্ষিন) সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন বলেছেন আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বরিশাল-৫ আসনে ঐক্যফ্রন্ট থেকে যাকে ধানের শীর্ষের প্রতীকের প্রার্থী মনোনয়ন দেয়া হাওলাদারের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ও সমাজ সেবক মোঃ আতিকুর রহমান।
আচরনবিধির উপর সতর্ক থেকে এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম কিবরিয়া পিটু’র মায়ের মৃত্যুতে কোন প্রকার শোডাউন বা আনুষ্ঠানিকতায় না গিয়ে হাজারো সমর্থককে বাহিরে রেখে শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন পত্র দাখিল করেন আতিক। এর আগে মনোনয়নপত্র দাখিল করার জন্য তিনি তার নিজ বাড়িতে দোয়া-মোনাজাতের আয়োজন করেন। তাছাড়া মৃত মুরব্বীজনের করব জিয়ারত করেন। এর পর বাবুগঞ্জের রাশেদ খান মেনন মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে সংক্ষিপ্ত উঠান বৈঠকে মিলিত হন তিনি। এসময় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা থেকে আসা আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দোয়া নেন আতিক। এসময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও দুই উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতিকুর রহমান আতিককে বিজয়ী করার প্রতিশ্রতি ব্যক্ত করেন।
এদিকে উঠান বৈঠক শেষে দুই উপজেলার কিছু সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাড়াও সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান সিকদার, ওয়ার্কার্স পার্টি খানপুরা শাখার সম্পাদক মো. মজিবুর রহমান লিটু, ওয়ার্কার্স পার্টি শহর শাখা-২ এর সম্পাদক মো. নজরুল ইসলাম, রহমতপুর শাখার সম্পাদক শাহ আলম কাজী, ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার পাল, জাতীয় পার্টি মুলাদী উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন, ওয়ার্কার্স পার্টির মাধবপাশা ইউনিয়নের নেতা মো. ইয়াকুব আলী, সাবেক ইউপি সদস্য ও আ’লীগ নেতা মো. জানে আলম, মুলাদী পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক, জেলা ছাত্রলীগ সদস্য জহির মল্লিক, গাছুয়া ইউনিয়নের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার উদ্দিন বেপারী, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজিজুল ইসলাম বাবুল, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম রেজা, বাবুগঞ্জ উপজেলা যুবমৈত্রী নেতা আসাদুজ্জামান বাদল, মুলাদী যুবমৈত্রী নেতা রাকিব চৌকীদার, মুলাদী উপজেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আজাদ রহমান সিকদার প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আতিক বলেন, পূর্ব থেকেই বাবুগঞ্জ-মুলাদী আসনের সাধারন মানুষের সেবায় নিজেকে সমর্পণ করেছি। আমরা পারিবারিকভাবে উন্নয়নে বিশ্বাসী। তাই নির্বাচনে জয় পরাজয় যাই হোক সাধারন মানুষের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। জনপ্রতিনিধির বাইরে থেকে ও বাবুগঞ্জ-মুলাদীর মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। জনগণ আমার পাশে আছে। আমার বিশ্বাস সবকিছু ঠিকঠাক থাকলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।
এদিকে মনোনয়নপত্র দাখিল শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম বিকরিয়া টিপু’র মায়ের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাতে অংশ নেন আতিকুর রহমান।