3:09 pm , November 27, 2018
মোঃ জসিম জনি, লালমোহন ॥ আওয়ামী লীগের সাবেক এমপি মোতাহার উদ্দিন মাষ্টার ও দক্ষিণাঞ্চলের প্রখ্যাত আলেম মাওলানা আঃ বারী হুজুরের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে কবর জিয়ারত শেষে সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে সোমবার দলীয় মনোনয়ন নিয়ে লঞ্চযোগে ঢাকা থেকে লালমোহন এসে পৌছলে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে অর্ধ লক্ষাধিক মানুষ অভিবাদন জানায়। এলাকার মানুষের ভালাবাসায় সিক্ত হয়ে এমপি শাওন ৩য় বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বিকেলে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন শাওন। এছাড়া মঙ্গলবার বিকেলে কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় করেন তিনি।
নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ করে আমার ৭০ ভাগ সমর্থন পেয়েছেন। বিএনপি ২০ ভাগ ও অন্যান্যদের ১০ ভাগ সমর্থন পেয়েছেন। জরিপ সঠিক হওয়ায় আমাকে মনোনয়ন দিয়েছেন। এখন আপনাদের কাজ সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করে নৌকার বিজয় নিশ্চিত করা। যাতে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়। আমরা ভোলা-৩ আসনটি প্রধানমন্ত্রীকে আবারো উপহার দিবো। তিনি বলেন, ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে হবে। তাহলেই আমাদের কাঙ্খিত বিজয় নিশ্চিত হবে।