3:08 pm , November 27, 2018
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলালকে দলীয় মনোনয় দেয়ায় তৃণমূলের নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে। সোমাবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল দলীয় মনোনয়নের চূড়ান্ত চিঠি হাতে পান। এদিকে রুহুল আমিন দুলাল দলীয় মনোনয়ন পাওয়ায় সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপি অফিসে শোকরানা মিলাদ দেয় স্থানীয় নেতাকর্মীরা।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাল জানান, রুহুল আমিন দুলালকে দলীয় মনোনয়ন দেওয়ায় এ আসনে বিএনপি’র বিজয় নিশ্চিত।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এড. রফিকুল ইসলাম বাবুল জানান, রুহুল আমিন দুলাল ১/১১ পর থেকে বহু হামলা-মামলার শিকার হয়েছেন। তিনি বিএনপি’র একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় উপজেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা উজ্জীবিত ও আনন্দিত।