চরফ্যাশনে বিএনপি নেতার বাড়ীতে হামলা ॥ মোটর সাইকেলে অগ্নিকান্ড চরফ্যাশনে বিএনপি নেতার বাড়ীতে হামলা ॥ মোটর সাইকেলে অগ্নিকান্ড - ajkerparibartan.com
চরফ্যাশনে বিএনপি নেতার বাড়ীতে হামলা ॥ মোটর সাইকেলে অগ্নিকান্ড

3:15 pm , November 26, 2018

চরফ্যাশন প্রতিবেদক ॥ চরফ্যাশনে আছলামপুর ইউনিয়ন বিএনপির নেতা জামাল মেম্বারের বাড়িতে দুর্র্বৃত্তরা হামলা করেছে। হামলাকারীরা দু’টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই হামলায় আহতের কোন খবর পাওয়া যায়নি । গতকাল সোমবার সকালে আছলামপুর ইউনিয়নের জামাল মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে। আসলামপুর ইউনিয়নে বিএনপির দু’গ্রুপের দ্বদ্বের জের ধরে প্রতিপক্ষের উপর এমন হামলার ঘটনায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলে আওয়ামীলীগের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
জানাযায়, গতকাল সোমবার সকালে স্থানীয় বিএনপির কতিপয় নেতা-কর্মী আসলামপুর ইউনিয়নের জামাল মেম্বারের বাড়িতে মিলিত হয়। ওই খানে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বিএনপির নেতা-কর্মীদের দু’টি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অভিযোগ উঠেছে, আসলামপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা জামাল মেম্বার গ্রুপ এবং রফিক আসলামীর গ্রুপে বিভক্ত হয়ে আছে। গতকাল সোমবার জামাল মেম্বারের বাড়িতে তার অনুসারীদের নিয়ে বৈঠক চলাকালে রফিক আসলামীর গ্রুপ হামলা করে। হামলার ঘটনার পর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর মালতিয়া ওই হামলার জন্য আওয়ামীলীগের নেতা-কর্মীদের দায়ী করে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলমের আগমন উপলক্ষে নেতা-কর্মীরা বৈঠকে মিলিত হয়। আওয়ামীলীগের কর্মীরা হামলা করে ওই বৈঠক পন্ড করে দেয়। অপরদিকে গতকাল সোমবার দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামীলীগের নৌকা মার্কার পক্ষে আসলামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আবু জাহের ভূইয়া অভিযোগ করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে চরফ্যাশনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিএনপির দু’গ্রুপের বিরোধের ফলে শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত হয়ে উঠছে। গৃহবিরোধ ধামাচাপা দিতে বিএনপি অভ্যন্তরীন ঘটনার দায় আওয়ামীলীগের উপর চাপানোর অপচেষ্টা করছে। সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর আওয়ামীলীগ সভাপতি ও মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহাম্মদ শুভ্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, যুগ্ম সম্পাদক মোল্লা আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসেন মিয়া, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চরফ্যাশন থানার (ওসি তদন্ত) কার্তিক চন্দ্র বিস্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT