3:15 pm , November 26, 2018
শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে আ’লীগের দলীয় মনোনায়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ সদস্য আশরাফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। রোববার জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এর কাছে আশরাফুর রহমান উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছে। এদিকে আজ সোমবার স্বতন্ত্র এ প্রার্থী সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বার্হী কর্মকর্তা জি.এম. সরফরাজ এর কাছ থেকে আশরাফুর রহমানের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন এর নেতৃত্বে এক দল মু্িক্তযোদ্ধারা মনোনায়ন পত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, আ’লীগ সহ-সভাপতি মোস্তফা শাহ্ আলম দুলাল, এমাদুল হক খান, আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর মোতালেব মধু, উপজেলা আ’লীগ সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ।