আগৈলঝাড়ায় অপহৃত স্কুল ছাত্রীকে চার মাস পর উদ্ধার আগৈলঝাড়ায় অপহৃত স্কুল ছাত্রীকে চার মাস পর উদ্ধার - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় অপহৃত স্কুল ছাত্রীকে চার মাস পর উদ্ধার

3:14 pm , November 26, 2018

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে অপহরনের চার মাস পর অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃতা ওই স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্রি গ্রামের সুধীর রায়ের মেয়ে ও নারায়ন খানা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী অনিতা রানী রায়কে গত ২১জুলাই স্কুলে যাওয়ার পথে বারপাইকা গ্রামের নরেন হালদারের ছেলে নরোউত্তম হালদার অপহরন করে নিয়ে যায়। অপহরনের পর বিভিন্ন স্থানে স্কুল ছাত্রীকে খুজে না পেয়ে তার পরিবার থানায় সাধারন ডায়েরী করেন। স্কুল ছাত্রীর পরিবার অনিতার সন্ধ্যান পেয়ে গত ২৪ নভেম্বর আগৈলঝাড়া থানায় অপহরন মামলা দায়ের করলে পুলিশ অপহৃতা স্কুলছাত্রী অনিতাকে নরোউত্তম হালদারের বাড়ি থেকে উদ্ধার করে এবং অপহরন কারী নরোউত্তম হালদারকে গ্রেফতার করে এসআই সাইফুল ইসলাম। রোববার অপহৃতা স্কুল ছাত্রী অনিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত অপহরনকারী নরোউত্তম হালদারকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT