3:10 pm , November 26, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, চরমোনাই বার্ষিক মাহফিল দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের যায়গা নয়। চরমোনাই মাহফিল শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সঠিক পথে চলার পথ দেখানোর জায়গা। তিনি বলেন, যদি কোনো ভাই দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের নিয়তে চরমোনাইতে এসে থাকেন তবে তাদের উচিত নিয়ত পরিবর্তন করে আল্লাহকে পাওয়ার জন্য এখানের আলোচনাগুলো শুনে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। সোমবার বাদ যোহর চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ সব কথা বলেন। পীর সাহেব চরমোনাই আরো বলেন, চরমোনাই দরবারের প্রধান লক্ষ হলো মানুষকে পাপের কাজ থেকে মুক্ত করে নেকের কাজ করতে উৎসাহিত করা। অপরাধ জগতে পা দেয়া মানুষকে সোনার মানুষে পরিনত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করা। মাহফিলের শুরুর দিন সকালেই আগত মুসল্লীদের জন্য নির্ধারিত ২টি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।
চরমোনাই মাদরাসার অধ্যক্ষ ও পীরের বড় ভাই সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, প্রতিবছর দুটি বার্ষিক মাহফিলের ২য় দিন ওলামা মাশায়েখ মহাসমাবেশ এবং ৩য় দিন ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ দুটি মহামাবেশ মুলত ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সভায় পরিনত হয়। এবার যেহেতু একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তাই নির্বাচন কমিশনের আচরন বিধি মেনে চলার স্বার্থে ওলামা মাশায়েখ মহাসমাবেশ ও ছাত্র আন্দোলনের মহাসমাবেশ বাতিল করা হয়েছে। এবার ৩ দিনের মাহফিলে ধর্মীয় আলোচনার বাইরে কোন রাজনৈতিক আলোচনা করা হবেনা।