3:08 pm , November 26, 2018

মতুর্জা জুয়েল ॥ প্রার্থীতা বাতিলের আশংকায় বরিশাল বিভাগের ১৯ আসনে দলীয় প্রার্থী হিসেবে ৩৬ নেতার নামের তালিকা প্রকাশ মনোনয়ন তুলে দিয়েছে বিএনপি। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে গুলশান কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র বিতরন করা হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পত্র বিতরন করেন। এর আগে মহাসচিব জানিয়েছেন, প্রায় প্রতিটি আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। তিনি বলেন, ‘দলের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া প্রায় প্রতিটি সংসদীয় আসনে আমরা দুজনকে মনোনয়নের চিঠি দিচ্ছি। যাতে কোনও কারণে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। বিভাগের ২১ আসনের মধ্যে পিরোজপুর-২ আসনটি জামায়াত নেতা মাসুদ সাঈদীকে দেয়া হয়েছে। এছাড়া ভোলা-১ আসনটি ২০ দলীয় জোটের শরীক দল বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেয়া হয়। এছাড়া বাকী ১৯ টি আসনই দেয়া হয়েছে বিএনপির প্রার্থীদের। প্রার্থী তালিকায় ঠাই পেয়েছেন পুরানো সাংসদরাই। বিভিন্ন আসনে দেয়া হয়েছে একাধিক প্রার্থী। পরবর্তীতে এ সকল আসনে চুড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে। বিএনপি প্রার্থীদের মধ্যে বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন ও আবদুস সোবহান, বরিশাল-২ আসনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু ও শহিদুল হক জামাল, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন ও সেলিমা রহমান, বরিশাল-৪ আসনে মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজীব আহসান, বরিশাল-৫ আসনে মজিবর রহমান সারোয়ার, এবায়দুল হক চাঁন, বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান, আব্দুর রশিদ খান। পটুয়াখালী- ১ আসনে আলতাফ হোসেন চৌধুরী ও সুরাইয়া আখতার চৌধুরী, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার ও সালমা আলম, পটুয়াখালী-৩ আসনে হাসান মামুন ও মো. শাহজাহান, পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেন ও মুনির হোসেন। ঝালকাঠি -১ আসনে শাহজাহান ওমর, ঝালকাঠি-২ আসনে রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জেবা খান। পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন দুলাল ও শাহজাহান মিয়া। বরগুনা -১ আসনে নজরুল ইসলাম ও মতিউর রহমান তালুকদার, বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিম এবং রফিকুল ইসলাম, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা-৪ আসনে নাজিম উদ্দিন আলম ধানের শীষের টিকিট পেয়েছেন। এদিকে দুপুর ৩ টা থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে ২ টি মনোনয়ন পত্র হস্তান্তরের মাধ্যমে বিএনপির মনোনয়নপত্র হস্তান্তর কার্যক্রম শুরু হয় হলেও বেলা পৌনে ৩ টার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে তার মনোনয়নের চিঠি নিয়ে বের হন। এ সময় তিনি সেখানে ইপস্থিত সাংবাদিকদের জানান, তিনি কিছুটা শারীরিক অসুস্থ এবং তিনি আজই বরিশালের উদ্দেশে রওনা হবেন এবং আগামীকাল (মঙ্গলবার) তিনি নিজ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিবেন। এছাড়া বিএনপির ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ এবং ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো রোববার রাতেই তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র হাতে নিয়ে তারা সোস্যাল মিডিয়ায় ছবি পোষ্ট করেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হাসান জানান, বিএনপির অধিকাংশ প্রার্থী বিভিন্ন মিথ্য মামলায় আক্রান্ত । এছাড়া অনেকভাবে আমাদের প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছে। কোন কারনে যদি আমাদের কোন যোগ্য প্রার্থীকে নির্বাচনের অযোগ্য ঘোষনা করা হয় এজন্য বিকল্প প্রার্থী তৈরী রাখা হয়েছে। এদের মধ্যে অনেককেই আজকে মনোনয়ন পত্র দেয়া হয়েছে। অনেকের নামে মনোনয়ন পত্র ইস্যু করা হলেও তা সরবরাহ করা হয়নি। কৌশলগত কারনে কোন কোন আসনে একাধিক প্রার্থী নির্বাচন কমিশনে তাদের মনোনয়ন দাখিল করবেন কিন্তু চুড়ান্ত নির্দেশ দেয়ার পর প্রার্থী একজনই নির্বাচনে অংশ নিবেন।