6:34 pm , April 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি’র দাবীতে নগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করা হলে পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াছিন আরাফাত মিন্টু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না, মাহফুজুল আলম মিঠু, আখতারুজ্জামান সাব্বির, হুমাউন কবীর, ছাত্রনেতা সোহেল, রুবেল, তরিকুল ইসলাম তারিক, ইলিয়াস হোসেন, চুন্নু মৃধা প্রমুখ। সমাবেশ শেষে নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। এসময় অশ্বিনী কুমার হল চত্ত্বরে থাকা পুলিশ তাদের বাঁধা দেয়। এতে মিছিলটি পন্ড হয়ে যায়।
এদিকে বেগম খালেদা জিয়ার’র উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের দুটি অংশ। এর মধ্যে ছাত্রদল বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন’র নেতৃত্বে এক অংশ বিক্ষোভ মিছিল বের করে। নগরীর বগুরা রোড থেকে বের হওয়া মিছিলটি ফজলুল হক সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল কৃষি কলেজ ছাত্রদলের সভাপতি কামরুল আহসান, জেলা ছাত্রদল নেতা মো. আল আমিন মৃধা, সাইফুল ইসলাম লিটু, মোঃ রাকিব হাসান, কামরুল সিকদার, অ্যালেক্স তমাল সরকার, ইমরান শাওন, মিরাজ হোসেন পলাশ, আবু ইমরান, সালাউদ্দিন মামুন, ইমরান হোসেন, রমজান আলী, মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ সোহাগ, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান আলামিন, বানাড়ীপাড়া উপজেলা ছাত্রদল নেতা শামীম আকন, রুবেল হোসেন প্রমুখ।
অপরদিকে বরিশাল জেলা ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী’র নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর সিএন্ডবি সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি বিএম কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভেতরে শেষ হয়। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।