বিভাগের ১৪ আসনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত বিভাগের ১৪ আসনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত - ajkerparibartan.com
বিভাগের ১৪ আসনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

3:17 pm , November 25, 2018

খান রুবেল ॥ জেলার ৬টি সংসদীয় আসনের ৪টিতে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বরিশাল সদর আসনটিতে নতুন প্রার্থী দেয়া হয়েছে। বাকি মহাজোট ও শরীকদের দখলে থাকা আসন দুটিতে আওয়ামী লীগের মনোনয়ন পায়নি কেউ। তাছাড়া বিভাগের ২১টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১৪ জন মনোনয়নপত্র হাতে পেয়েছেন। যার মধ্যে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার বোনের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা এসএম শাহজাদা সাজু। তাছাড়া বরিশালের ৬টি আসনের মধ্যে একামাত্র সদর-৫ আসনে বাদ পড়েছেন বিসিসি’র সাবেক মেয়র ও এমপি প্রয়াত শওকত হোসেন হিরনের সহধর্মীনি বর্তমান এমপি জেবুন্নেছা আফরোজ। যদিও রোববার সকালে প্রথম দিকে সদর আসনে জেবুন্নেছা আফরোজকেই সদর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষনা করা হয়েছিলো।
বরিশালের ৬টি আসনের মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়ায়) আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ (উজিরপুর-বাবুগঞ্জ) আসনে বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পঙ্কজ নাথ ও বরিশাল সদর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।
এ জেলার বাকি দুটি অর্থাৎ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এই দুটি আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং শরীক দলের জন্য নির্ধারন রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
অপরদিকে আওয়ামী লীগের হেবিওয়েট নেতা ও শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু ঝালকাঠি-২ ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা-১ আসন থেকে পুনরায় মনোনিত হয়েছেন। তাছাড়া পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বোনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা এসএম শাহাজাদা সাজু।
এর বাইরে বরগুনা-১ আসনের বর্তমান এমপি ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, বরিশাল-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন, পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম, পটুয়াখালী-৪ আসনের মহিবুর রহমান মহিব, ভোলা-২ আসনে আলী আজম, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনে উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মনোনয়ন পুনরায় মনোনয়ন পেয়েছেন।
পটুয়াখালী-৩ আসনে সিইসি’র বোনের ছেলে মনোনয়ন পাওয়ায় বাদ পড়েছেন ওই আসনের বর্তমান এমপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আ খ ম জাহাঙ্গীর হোসাইন। এর বাইরে বিভাগের ২১টি মধ্যে বাকি ৭টি আসন আওয়ামী লীগের শরীক এবং মহাজোটের জন্য সংরক্ষিত করা হয়েছে। ওইসব আসনে স্ব স্ব দল তাদের প্রার্থী দিবেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়নপত্রের চিঠি পাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী ও তাদের অনুসারীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। নির্বাচন কমিশনের বিধি নিষেধ থাকায় বড় কোন মিছিল মিটিং না করলেও মিষ্টি বিতরণ করেছে প্রার্থী ও তাদের অনুসারীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT