বরিশাল ৫ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষনা বরিশাল ৫ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষনা - ajkerparibartan.com
বরিশাল ৫ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষনা

2:55 pm , November 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদনা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আবদুস সাত্তারকে প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। নির্বাচনে তিনি কোদাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিবেন।
অধ্যাপক আব্দুস সাত্তার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বেইজ কমান্ডার হিসেবে ভুমিকা পালন করেন। তিনি জাতীয় সম্পদ রক্ষার আন্দোল ও সুন্দরবন রক্ষার আন্দোলনে নেতৃত্বের ভুমিকা পালন করেন।
এর আগে বেলা ১২টায় বরিশাল নগরীর সদররোডস্থ অনামিলেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক ও বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কয়েক বছর ধরে নির্বাচনী ব্যবস্থার উপর গন-অনাস্থা কেবল বৃদ্ধি পেয়েই চলেছে। ২০১৪ সালের ৫ই জানুয়ারী বিতর্কিত নির্বাচনের পর এই পরিস্থিতির কেবল ক্রমাবনতি ঘটছে। প্রহশনের ওই নির্বাচনের পর অবাধ, মুক্ত ও নিরাপদ পরিবেশে মানুষ ভোটাধিকার থেকে ধারাবাহিকভাবে বঞ্চিত হয়ে আসছে। বরিশাল সিটি কপোরেশন নির্বাচন যার সর্বশেষ নজির।
তিনি অভিযোগ করেন, সরকার ও সরকারী দলের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী ভূমিকা পালন করতে গিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন তার দায়িত্ব ও মর্যাদা ভুলুন্ঠিত করছে। একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল ও জোটের প্রার্থীরা যখন সভা, সমাবেশ, গনসংযোগ, গনমিছিল, শো ডাউন অব্যাহত রেখেছেন তখনও বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানী মুলক মিথ্যা মামলা, গণ গ্রেপ্তার, খুন, গুম অব্যহত রয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিষা চক্রবর্তী বলেন, আমরা নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করে তাদের ভেটের অধিকার ফিরিয়ে দেবো। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবে আমরা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করছি।
নির্বাচনে সেনা মোনায়ন ও তাদের যথাযথ ক্ষমতা প্রয়োগের বিষয়ে তিনি বলেন, আমরা চাই সেনাবাহীনিকে নির্বাচনে দেয়া হোক। যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল সদর ০৫ আসনের বাম গনতান্ত্রিক জোটের প্রার্থী অধ্যাপক আবদুস সত্তার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশ নিচ্ছি। আমি চাই মানুষ তাদের ভোটাধিকার সুষ্ঠু ভাবে প্রয়োগ করতে পারে। নির্বাচনে আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচনে ইভিএম নিয়ে আমরা দ্বি-মত প্রশোন করি। এতে নির্বাচন ব্যহত হতে পারে বলেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদনা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট এ.কে.আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক মো: জলিলুর রহমান, গনসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনুর রশিদ মাহমুদ, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সদস্য অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, গনসংহতি আন্দোল বরিশাল জেলা সদস্য বদরুদ্দোজা সৈকত প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT