কলেজ ছাত্র রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কলেজ ছাত্র রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
কলেজ ছাত্র রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

2:54 pm , November 24, 2018

নলছিটি প্রতিবেদক ॥ কলেজছাত্র রাকিব হত্যার বিচার ও খুনীদের গ্রেফতারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় হাসপাতাল সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন রাকিবের প্রতিবেশী শিক্ষক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা রেজাউল চৌধুরী, সহপাঠী কামরুল ইসলামসহ কয়েকজন এলাকাবাসী। বক্তারা বলেন, ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীরা কিভাবে নিরাপদে এলাকা ছেড়ে চলে গেলো, এমন প্রশ্ন রেখে কলেজ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এসময় রাকিব হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি করেন বক্তারা। মানববন্ধনে নিহত রাকিবের পরিবার, সহপাঠী, এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ তিন শতাধিক মানুষ অংশ নেয়। প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে রাকিব হোসেনকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় নিহত রাকিবের বাবা রিকশাচালক মাসুম হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নলছিটি থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলাটি দায়ের করেন। নিহত রাকিব সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT