পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ১০ বছরের কারাদন্ড ! পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ১০ বছরের কারাদন্ড ! - ajkerparibartan.com
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ১০ বছরের কারাদন্ড !

2:53 pm , November 24, 2018

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিমকে সাড়ে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। ভুয়া ভিসা চক্রের মূল হোতা চিহ্নিত করে তাকে এই দন্ডাদেশ দেন আদালত। শুক্রবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এ রায় দেন। জানা যায়, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী- ভান্ডারিয়া- ইন্দুকানী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি। একইসঙ্গে ঝালকাঠি-১ আসন থেকেও দলের মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছেন রেজাউল। ৯শ’ ভিসা জালিয়াতির ঘটনায়া রেজাউল ছাড়াও তার বোনের জামাইসহ ৫ জনের মোট ৩১ বছরের সাজা দিয়েছেন আদালত। এদিন তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেখিয়ে ১৩ মিলিয়ন পাউন্ড ট্যাক্স আত্মসাতের অভিযোগও প্রমাণ হয়। বিএনপির এই নেতা এর আগেও প্রতারণার দায়ে ব্রিটেনের আদালতে দোষী প্রমাণ হয়েছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT