2:46 pm , November 24, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ ফরম পুরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিএম কলেজে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনের মুখপাত্র সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোজাম্মেল সাগর জানান, চতুর্থ বর্ষের ফরম পুরনে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন চার্জ ২ হাজার টাকা নির্ধারিত হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৯০৫ টাকা বেশি রাখা হচ্ছে। ছাত্র সংসদের নামে ২শ টাকা নির্ধারন থাকলেও তা বাড়িয়ে ৪শ ৫০ টাকা করা হয়েছে। অথচ ছাত্র সংসদের কোন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এছাড়াও বিভিন্ন খাত দেখিয়ে মোট সাড়ে ৬ হাজার টাকা আদায় করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
আমাদের দাবী ফরম পুরনে প্রতি বিভাগ থেকে ২ হাজার টাকা কমিয়ে রাখতে রাখতে হবে। আর তাই সকালে আমরা ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছি। পরে অধ্যক্ষ বরাবর দাবী সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছি। একই দাবীতে রোববার পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন ওই ছাত্র প্রতিনিধি। এ প্রসঙ্গে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার বলেন, আমরা কোন বর্ষের সেশন চার্জ বৃদ্ধি করিনি। তবে শিক্ষার্থীদের দাবীর বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।