ভান্ডারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

3:36 pm , November 23, 2018

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় গতকাল শুক্রবার বিকেলে বে-সরকারি উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। উপজেলার নদমুলা আবাসনে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার,সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এর পরে উপজেলাল ভিটাবাড়িয়া আবাসন, সেনেরহাটে অনুরূপ ভাবে বিতরণ কালে ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কমিরন পান্নাসহ স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকালে অনুরূপ ভাকে উপজেলা বলেশ্বর নদের শাখা কচাঁ তীরবর্তী তেলিখালি আবাসন প্রকল্প ছাড়াও ইউ ইউনিয়নের অসহায়দের মাঝে বিতরণ কালে স্থানীয় সমাজ সেবক মো. সামশুদ্দিন হাওলাদার , ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল ছাড়াও প্রবীণ সমাজসেবক বৃন্দ উপস্থিত ছিলেন। এসকল স্থানে পৃথক ভাবে বিতরণ কালে সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, এ জেড খোকন ও মো. কবির হোসেন উপস্থিত থেকে বিতরণ কাজে সহযোগিতা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT