স্কুল ছাত্রীকে নির্যাতন ফেসবুকে লাইভ প্রচার ॥ ছয় কলেজ ছাত্র গ্রেপ্তার স্কুল ছাত্রীকে নির্যাতন ফেসবুকে লাইভ প্রচার ॥ ছয় কলেজ ছাত্র গ্রেপ্তার - ajkerparibartan.com
স্কুল ছাত্রীকে নির্যাতন ফেসবুকে লাইভ প্রচার ॥ ছয় কলেজ ছাত্র গ্রেপ্তার

3:34 pm , November 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে এক স্কুল ছাত্রীকে নির্যাতনের দৃশ্য ফেসবুকে সরাসরি (লাইভ) প্রচার ও ইউটিউবে আপলোডের অভিযোগের মামলায় ছয় কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার ভোর রাত পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার ছয় ছাত্র হলো- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া বেতমোড় গ্রামের মো. আবুল হাসান হাওলাদারের ছেলে মো. তানভির হোসেন আরিফ (১৯), বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের জিরাইল গ্রামের মো. ইউসুফ খানের ছেলে মো. ইমরান হোসেন তুষার (১৭), একই গ্রামের মো. আবু তালেব এর ছেলে মো. সিয়াম হোসেন (১৮), নগরীর রূপাতলী হাউজিং এলাকার মো. কবিরুজ্জামানের ছেলে মো. তাজবির রায়হান (১৭), সাগরদী ধানগবেষনা সড়কের গণি মিস্ত্রি’র বাড়ির বাসিন্দা মো. সেলিম হাওলাদারের ছেলে মো. তাজিবুল হাসান সায়েম (১৭) ও সদর উপজেলার চরবাড়িয়া ইউপির কাগাশুরা গ্রামের মো. মান্নান হাওলাদারের ছেলে মো. ফয়সাল হোসেন (১৮)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন রূপাতলী আইডিয়াল পলিটেকনকি কলেজ ও একজন কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের এবং বাকিরা বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের ছাত্র।
মহানগর পুলিশের সাইবার ক্রাইম টিম ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করেছে। অপরদিকে এ ঘটনায় জড়িত ও মামলার আসামী নগরীর ধান গবেষনা রোডের বাসিন্দা মো. মুরাদ (১৮) ও পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় সেমিষ্টারের ছাত্র মো. মমিনুল ইসলাম পলাতক রয়েছে। এ বিষয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলার কর্ণকাঠী এলাকার এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর সাথে প্রেম হয় গ্রেপ্তারকৃত তানভির হোসেন আরিফ’র। পরবর্তীতে ওই ছাত্রী তানভীরের সাথে প্রেমের সম্পর্ক ছেদ করে। পরে তানভীরের বন্ধু ইমরান হোসেন তুষারের সাথে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই স্কুল ছাত্রী। এতে ওই ছাত্রীর উপর ক্ষুদ্ধ হয় তানভীর। এর জেরে গত ১৮ নভেম্বর নতুন প্রেমিক তুষারের মাধ্যমে ছাত্রীকে নগরীর দপদপিয়া এলাকায় কীর্তনখোলা নদীর উপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ডেকে আনে। সেখানে ওই স্কুল ছাত্রীকে সাবেক ও বর্তমান প্রেমিক সহ ৮ ছাত্র মিলে মারধরসহ শারীরিকভাবে লাঞ্চিত ও শ্লীতাহানি করে।
এসআই দেলোয়ার হোসেন জানান, স্কুল ছাত্রীকে মারধরের দৃশ্য ফেসবুকে লাইভ করা হয়। এমনকি তা ইউটিউটে আপলোডের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তাই বিষয়টি সর্বত্র ছড়িয়ে (ভাইরাল) পড়ে। বিষয়টি মহানগর পুলিশের সাইবার ক্রাইম টিমের নজরে আসে। পরে বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানের নির্দেশে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে।
তাছাড়া এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সাইবার ক্রাইম সহ নারী ও শিশু নির্যাতন আইনে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন। এসআই দেলোয়ার আরো জানান, পলাতক অপর দুই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT