নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর চেস্টা চালাচ্ছে -ইসি নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর চেস্টা চালাচ্ছে -ইসি - ajkerparibartan.com
নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর চেস্টা চালাচ্ছে -ইসি

3:31 pm , November 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর চেস্টা চালাচ্ছে, আরও কয়েক দিন গেলে সবার জন্য সমান সুযোগ তৈরী হবে। গতকাল শুক্রবার নির্বাচনে নারীর অংশগ্রহন বিষয়ক নগরীতে দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিদ্যমান আইনে যা রয়েছে, সেনাবাহিনীর কাছে ইসি সেই কাজটা চাচ্ছে। বিরোধী জোটের প্রশাসনে রদবদল দাবীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, কারোর বিরুদ্ধে সু-নির্দিস্ট কোন অভিযোগ থাকলে নির্বাচন কমিশন অবশ্যই তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সেই দায় কি নির্বাচন কমিশন না সরকারের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন চাইবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। নির্বাচন কমিশন সকলের সহযোগীতায় সবার কাছে গ্রহনযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার সর্বাত্মক চেস্টা চালাচ্ছে। এর আগে জেন্ডার বিষয়ক এক কর্মশালায় নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, নারীরাও যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সকল ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তিনি নির্বাচনে নারী প্রার্থী এবং ভোটারদের আরও উপস্থিতি কামনা করেন। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী আরো বলেন, দেশে ১০ কোটি ৪২ লাখ ভোটারের মধ্যে অর্ধেক নারী। ইসি চাচ্ছে নারীরা নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অবাধে নারীর ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। ইউএনডিপি এবং ইউএন ওমেনের সহযোগীতায় নগরীর বিডিএস হল রুমে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব সাইফুল হক চৌধুরী ও ইউএনডিপি’র প্রতিনিধি আশুকো ইরা কাওয়া।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT