3:14 pm , November 20, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাতে বাঁধা দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদররোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে পুলিশ তাঁদের বাঁধা দেয় বলে অভিযোগ করেছে জেলা যুবদল নেতারা। তারা জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমানের ৫৪ তম জন্মদিন উপলক্ষে বেলা ১২টার দিকে জেলা যুবদল দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাতের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট পাভেজ আকন বিপ্লব, সহ সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ। জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব অভিযোগ করে বলেন, দোয়া মোনাজাতের জন্য নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশ আমাদের জানায় এটা নির্বাচন আচরন বিধি লঙ্ঘন। তিনি অভিযোগ করে বলেন, সোমবার আওয়ামীলীগের এক নেতার জন্মদিন ঘটা করে পালন করা হয়েছে। সেখানে কি আচরন বিধি লঙ্ঘিত হয়নি। আমরা (বিএনপি) কিছু করলেই আচরন বিধি লঙ্ঘন হয় ! পরে দোয়া মোনাজাত না করেই দলীয় কার্যালয় ত্যাগ করেন তারা। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, তারা সিটিএসবি’র কাছ থেকে অনুমতি নেয়নি। তবে অনুমতি নিয়ে যে কোন কর্মসূচী তারা (বিএনপি) পালন করতে পারবে। আমাদের দায়িত্ব আমরা পালন করছি।