3:16 pm , November 19, 2018

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও পৌর সভার যৌথ উদ্যোগে পৌর শহরের ৩নং ওয়ার্ডে শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবাবের মাঝে তাৎক্ষণিক ভাবে ৫হাজার টাকার চেক এবং প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ আমির সিদার,কামাল সিকদার, সোহেল সিকদার ও আমেনা বেগমের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী। এসময় জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, পৌর সচিব মো. আনোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো.জালাল উদ্দিন সিকদার,সমাজ সেবক মো. আমির হোসেন মল্লিক উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ; শনিবার রাত আনুমানিক পৌঁনে একটার দিকে বিদ্যুৎ সর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন বলে ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান।