3:14 pm , November 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সদ্য দায়িত্ব নেয়া বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র ৪৭তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কেক কেটে ও দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে তার জন্মদিন পালন করা হয়। দোয়া-মোনাজাতে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। এর আগে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র জন্মদিন উপলক্ষ্যে দোয়া-মোনাজাত এর আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। বাদ আসর সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, বিসিসি’র কাউন্সিলর ও যুবলীগ নেতা এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, তৌহিদুল ইসলাম ছাবিদ, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা তারিক বিন ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ মহানগরের আহ্বায়ক আজিজুর রহমান শাহীন প্রমুখ। অপরদিকে সন্ধ্যা ৬টায় বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র সাদিক আবদুল্লাহ’র জন্মদিন উদযাপনে কেক কাটার আয়োজন করে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নগর ভবন শাখা। সংগঠনের হয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান।
এছাড়া বাদ আসর সাদিক আবদুল্লাহ’র জন্মদিনের কেক কাটার আয়োজন করে মহিলা আওয়ামী লীগ। নগরীর কালি বাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে এই আয়োজন করা হয়। রাত ৮টায় কেক কাটার আয়োজন করে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদাররা। মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শিল্প এবং বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এর উদ্যোগে সাদিক আবদুল্লাহ’র জন্মদিন উদযাপনে কেক কাটার এই আয়োজন করা হয়। তাছাড়া সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে সাদিক আবদুল্লাহ’র জন্মদিন উদযাপনে কেক কাটা হয়। কেক কেটে মেয়র সাদিক আবদুল্লাহ’র জন্মদিন পালন করেছে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, কেক কাটা হয়েছে ২২নং ওয়ার্ডে। দুই ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির ও আনিছুর রহমান দুলাল এর উদ্যোগে জন্মদিন পালন করা হয়। এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে কেক কেটে এবং দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র জন্মদিন পালন করা হয়।