3:17 pm , November 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। এ সময় নগরী সহ বিভিন্ন স্থানে থাকা রাজনৈতিক দলের ব্যানার, বিলবোর্ড ও প্রতীক সহ অন্যান্য প্রচার সামগ্রী অপসারন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববার দিনভর এই অভিযান পরিচালনা করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নীং অফিসার ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোযাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশসনার মো. আহসান মাহমুদ রাসেল সহ অপর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে সহযোগিতা করে থানা পুলিশের টিম।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের বানার, পোষ্টার, বিলবোর্ড ও প্রতীকগুলো অপসারনের নির্দেশ দেয়া হয়। গতকাল রোববার নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারন না করায় গতকাল জেলা প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে। নথুল্লাবাদ, লঞ্চঘাট, রূপাতলী, কাশিপুর, সদর রোড সহ বিভিন্ন এলাকায় দৃশ্যমান বেশ কয়েকটি কাঠের তৈরী নৌকা অপসারন করা হয়। একই সাথে অপসারন করা হয় ব্যানার, পোষ্টার ও বিলবোর্ড সহ অন্যান্য প্রচারপত্র।