3:16 pm , November 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর স্বনামধন্য গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অভিভাবকদের আয়োজনে স্কুল প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ক্লাস পার্টিতে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মধ্যে র্যাফেল ড্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সির্টির ভিসি (চলতি দায়িত্ব) প্রফেসর তপন কুমার বল, রেজিস্ট্রার প্রফেসর এনায়েত হোসেন, স্কুলের প্রিন্সিপাল লুৎফর নাহার আফরোজ প্রমুখ।