3:14 pm , November 18, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারকে বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থী ঘোষনা করেছে মহানগর ও কোতয়ালী থানা বিএনপি। গতকাল রোববার মহানগর ও কোতয়ালী বিএনপির যৌথ সভায় তাকে প্রার্থী ঘোষনা করা হয়। এছাড়াও সভায় উপস্থিত নেতৃবৃন্দের স্বাক্ষর ও সভার সিদ্ধান্ত রেজুলেশন আকারে কেন্দ্র পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে সভায় বরিশাল ৫ আসনে দলীয় মনোনয়ন জমা দেয়া ৩ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা দিয়ে মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী হিসেবে সমর্থন করেছেন। মহানগর বিএনপির ৩০ ওয়োর্ডের নেতাকর্মি এবং কোতয়ালী বিএনপির ১০টি ইউনিয়নের সভাপতি সাধারন ও সম্পাদকদের উপস্থিতিতে এ সকল সিদ্ধান্ত নেয়া হয়। বেলা ১২ টার দিকে কাউনিয়ায় মজিবর রহমান সরোয়ারের বাসভবনে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, এ্যাড.মহসিন মন্টু, আব্বাস উদ্দিন বাবলা, সর্দার রফিক উদ্দিন রুনু, ফিরোজ আহম্মেদসহ যুগ্মসাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহীন, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু, যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব, তছলিম উদ্দিন, আকতারুজ্জামান শামীম, মাসূদ আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম লিপনসহ ৩০ ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদকএবং কোতয়ালী বিএনপির ১০ ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন সিকদার জিয়া, এ্যাড. আবুল কালাম শাহীন এবং এ্যাড. মহসিন মন্টু তাদের মনোনয়ন প্রত্যাহার করে মজিবর রহমান সরোয়ারকে সমর্থন করেন।
এদিকে সভায় মজিবর রহমান সরোয়ার নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, বরিশাল ৫ আসনে আমি ৪ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, একবার সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম, জাতীয় সংসদের হুইপ ছিলাম। আপনারাই আমাকে বিজয়ী করেছিলেন। এখন দলের দু.সময়ে চলছে । অনেকেই আগ্রহ নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু কেউ বিভ্রান্তিতে পরে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করবেন না। দলের স্বার্থে এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজর সুনিশ্চিত।