3:22 pm , November 17, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ এখনও ঘোষনা হয়নি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি’র দলীয় প্রার্থী। কিন্তু তার আগেই নির্বাচন অফিস থেকে দলীয় পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন নেতারা। এরই মধ্যে জেলার ৬ আসনে ১৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যে সকল নেতারা দলীয় পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা সবাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) এর নেতা। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বর্তমান এমপিও। বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। তার আগে ২৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তাই এরই মধ্যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে স্ব স্ব আসনের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিসের দায়িত্বশিল সূত্র জানিয়েছেন, জেলার ৬টি আসনে গত ১৫ নভেম্বর পর্যন্ত মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। প্রার্থীদের পক্ষে তাদের অনুসারী, প্রস্তাব কিংবা সমর্থকরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এখন পর্যন্ত একটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ওই আসনে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আগৈলঝাড়ার বরপাইকা গ্রামের মো. রাসেল সরদার।
এছাড়া বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে এ পর্যন্ত তিনটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এই আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- বিএনপি নেতা বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক হুইপ আলহাজ্ব সৈয়দ শহীদুল হক জামাল, ওয়ার্কার্স পার্টির প্রার্থী উজিরপুরের ভাবানীপুর গ্রামের মো. জহিরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী একই উপজেলার বামরাইল গ্রামের মো. নেছার উদ্দিন।
বরিশাল-৩ আসনে সম্ভাব্য পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন- ওই আসনের বর্তমান এমপি এবং ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী ও মুলাদীর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা শেখ মো. টিপু সুলতান, একই উপজেলার বাসিন্দা ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন, পৌর এলাকার চার নং ওয়ার্ডের বাসিন্দা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী, বাবুগঞ্জের আগরপুরের বাসিন্দা ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীর বাসিন্দা মুহাম্মদ সিরাজুল ইসলাম।
বরিশাল-৪ আসনে ২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে একটি সংগ্রহ করেছেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্য, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেন্দিগঞ্জের সোনামুখী’র বাসিন্দা পঙ্কজ নাথ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী বরিশাল সদর উপজেলার চরমোনাই’র বাসিন্দা সৈয়দ মো. নূরুল করীম।
বরিশাল সদর-৫ আসনে এখন পর্যন্ত একটি মাত্র মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ওই একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মো. ফয়জুল কীরম।
এছাড়া বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ জন সম্ভাব্য প্রার্থী। এরা হলেন- ওই আসনের বর্তমান এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বাকেরগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা বেগম নাসরিন জাহান রতনা, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও দলটির কেন্দ্রীয় নেতা, বাকেরগঞ্জ উপজেলার কাকরধা এলাকার বাসিন্দা মেজর জেনারেল (অবঃ) আঃ হাফিজ মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ও বাকেরগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. নূরুল ইসলাম আল আমিন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) জেএসডি’র প্রার্থী ও উপজেলার নিয়ামতি ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামের বাসিন্দা একেএম নূরুল ইসলাম।
বরিশাল জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা সবাই দলীয় পরিচয়ে মনোনয়নপত্র নিয়েছেন। এরা তাদের মনোনয়নপত্র দাখিলের সময় অবশ্যই স্ব স্ব দল থেকে দেয়া মনোনয়নপত্র সংযুক্ত করতে হবে। তা না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে হবে। অন্যথায় তাদের মনোনয়নপত্রটি বাতিল হবে।