“সিম্ফনি মেগা ধামাকা অফার” ক্যাম্পেইনে বিমান টিকেট ও মোটর সাইকেল জিতেছে ৩০ ক্রেতা “সিম্ফনি মেগা ধামাকা অফার” ক্যাম্পেইনে বিমান টিকেট ও মোটর সাইকেল জিতেছে ৩০ ক্রেতা - ajkerparibartan.com
“সিম্ফনি মেগা ধামাকা অফার” ক্যাম্পেইনে বিমান টিকেট ও মোটর সাইকেল জিতেছে ৩০ ক্রেতা

3:14 pm , November 16, 2018

পরিবর্তন ডেস্ক ॥ “সিম্ফনি মেগা ধামাকা অফার” ক্যাম্পেইনে দেশের বিভিন্ন এলাকা থেকে ৩০ গ্রাহক জিতেছেন বিমান টিকেট ও মোটর সাইকেল। “হ্যান্ডসেট কিনুন, নিশ্চিত জিতুন!” শ্লোগান নিয়ে গত ১৬ অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু করেছে মোবাইল ফোন সেট কোম্পানী সিম্ফনি। দারুণ এই ক্যাম্পেইন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সিম্ফনি মেগা ধামাকা অফার এর তৃতীয় সপ্তাহে মিরপুরের শাহ আলী প্লাজা থেকে আই৭৫ হ্যান্ডসেট কিনে মোটর বাইক জিতে নিয়েছেন ফরিদুল ইসলাম। এছাড়াও সাভার থেকে আই ৭৫ হ্যান্ডসেট কিনে কলকাতার টিকেট পেয়েছেন মাসুম বিল্লাহ, ঢাকার গুলশান থেকে জেড ১০ হ্যান্ডসেটটি কিনে বালীর টিকেট পেয়েছেন জাকির হোসাইন, সদরঘাট থেকে আই ৭৫ হ্যান্ডসেটটি কিনে কলকাতার টিকেট পান মামুন হোসাইন এবং ঢাকার উত্তরা থেকে নেপাল এর টিকেট পেয়েছেন ইমদাদুল হক মিলন। বিজয়ীদের হাতে তাঁদের পুরষ্কার তুলে দেন সিম্ফনির হেড অব এইচআর আহমেদ পাশা। এসময় গ্রুপের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT