3:33 pm , November 15, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পহেলা অগ্রাহয়নকে স্বাগত জানিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্দোগে ও জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গনে এ উৎসব আয়োজন করা হয়। উৎসবে দেশীয় গান,বাঙ্গালী সংস্কৃতির সাজ-সজ্জাসহ বিভিন্ন রকমের দেশীয় পিঠা ও খাবার পরিবেশন করা হয়। এর আগে সন্ধ্যায় ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাশ। অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন,সাংস্কিৃতিক সংগঠন সম্বনয় পরিষদের সভাপতি কাজল ঘোষ,মহিউদ্দিন মানিক বীর প্রতীক,সৈয়দ দুলাল উপস্থিত ছিলেন। নবান্ন উৎসবে উইমেন্স চেম্বার অব কমার্স, বরিশাল মহিলা ক্লাব, নারী ঐক্য পরিষদসহ সরকারী দপ্তর, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সংগঠন, এনজিও অংশগ্রহন করে।