বাবুগঞ্জে ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করলেন প্রার্থী আতিক বাবুগঞ্জে ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করলেন প্রার্থী আতিক - ajkerparibartan.com
বাবুগঞ্জে ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করলেন প্রার্থী আতিক

3:20 pm , November 14, 2018

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল বিমানবন্দরে নেমেই নেতাকর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড নিজে দাঁড়িয়ে থেকে অপসারণ করলেন বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক। নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানাতেই নিজে দাঁড়িয়ে থেকে এ কাজ করেছেন বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে বিমানে ঢাকা থেকে তিনি বরিশাল বিমানবন্দরে অবতরণ করলে বাবুগঞ্জ ও মুলাদী থেকে আসা বিভিন্ন দলের সহ¯্রাধিক নেতাকর্মী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় উচ্ছ্বাসিত নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন যুবনেতা আতিক। পরে তাদের নিয়ে পায়ে হেঁটে বিমানবন্দর থেকে বের হন তিনি। এসময় যুবনেতা আতিক তার ভক্ত-অনুসারী নেতাকর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ শুরু করে নতুন হাটে যান। সেখানের কয়েকটি বিলবোর্ড নিজেই দাঁড়িয়ে থেকে খুলে ফেলেন। পরে বাবুগঞ্জ ও মুলাদী থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে রাহুতকাঠি বন্দরে তার নিজস্ব অফিসে নির্বাচন সংক্রান্ত আলোচনা করেন। এসময় যুবনেতা আতিক তার সকল কর্মী-সমর্থককে নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন কমিশনকে সহায়তা করার সবাইকে নিদের্শনা দেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT