বাবুগঞ্জে ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করলেন প্রার্থী আতিক বাবুগঞ্জে ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করলেন প্রার্থী আতিক - ajkerparibartan.com
বাবুগঞ্জে ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করলেন প্রার্থী আতিক

3:20 pm , November 14, 2018

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল বিমানবন্দরে নেমেই নেতাকর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড নিজে দাঁড়িয়ে থেকে অপসারণ করলেন বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক। নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানাতেই নিজে দাঁড়িয়ে থেকে এ কাজ করেছেন বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে বিমানে ঢাকা থেকে তিনি বরিশাল বিমানবন্দরে অবতরণ করলে বাবুগঞ্জ ও মুলাদী থেকে আসা বিভিন্ন দলের সহ¯্রাধিক নেতাকর্মী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় উচ্ছ্বাসিত নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন যুবনেতা আতিক। পরে তাদের নিয়ে পায়ে হেঁটে বিমানবন্দর থেকে বের হন তিনি। এসময় যুবনেতা আতিক তার ভক্ত-অনুসারী নেতাকর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ শুরু করে নতুন হাটে যান। সেখানের কয়েকটি বিলবোর্ড নিজেই দাঁড়িয়ে থেকে খুলে ফেলেন। পরে বাবুগঞ্জ ও মুলাদী থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে রাহুতকাঠি বন্দরে তার নিজস্ব অফিসে নির্বাচন সংক্রান্ত আলোচনা করেন। এসময় যুবনেতা আতিক তার সকল কর্মী-সমর্থককে নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন কমিশনকে সহায়তা করার সবাইকে নিদের্শনা দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT