আনসার সদস্যর সাহসীকতায় ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে পেট্রোল পাম্প আনসার সদস্যর সাহসীকতায় ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে পেট্রোল পাম্প - ajkerparibartan.com
আনসার সদস্যর সাহসীকতায় ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে পেট্রোল পাম্প

3:27 pm , November 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আনসার সদস্য মো. সুমনের সাহসীকতায় বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে নগরীর নথুল্লাবাদ এলাকার একটি পেট্রোল পাম্প। গতকাল মঙ্গলবার সকালে পাম্পে মোটর সাইকেলে পেট্রোল দেয়ার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মোটর সাইকেলটি সম্পুর্ন ও পেট্রোল পাম্পের একটি যন্ত্র পুড়ে গেছে। আনসার সদস্য সুমন দ্রুত অগ্নিনির্বাপনী যন্ত্র নিয়ে আগুন নিভিয়ে ফেলায় রক্ষা পেয়েছে পাম্পসহ আশে-পাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রুপালী ব্যাংকের শাখা। আনসার সদস্য সুমন পাম্পের পাশে রুপালী ব্যাংকের সেন্ট্রাল বাস টার্মিনাল শাখায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
সুমন জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড এলাকায় পাম্প মেসার্স বরিশাল অটো সার্ভিস থেকে সিগারেটবক্সসহ মোটর সাইকেল অরোহী পেট্্েরাল নিতে আসে। ওই মোটর সাইকেলে ট্যাংকিতে পেট্রোল দেয়ার সময় আকস্মিকভাবে অগ্নিকান্ড হয়। পাম্পের অগ্নিনির্বাপনী যন্ত্র কাছে না থাকায় এলাকার লোকজন পানি ও ফুলের টব নিক্ষেপ করে আগুন নেভানোর চেষ্টা করে। এতে তারা ব্যর্থ হলে আগুনে মোটর সাইকেল ও পাম্পের একটি যন্ত্র পুড়তে থাকে। এ সময় কয়েকশ মানুষ সহ আশে-পাশের ব্যবসা প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তখন রুপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. কামাল হোসেনের নির্দেশে সুমন অগ্নিনির্বাপনী যন্ত্র নিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এই সময় তাকে ব্যাংকের গার্ড শাহাদাত হোসেন সহায়তা করেন। ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকলে আনসার সদস্য সুমনকে ধন্যবাদ জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT