3:25 pm , November 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল বিএনপিতে নতুন হাওয়া লেগেছে। বিগত দিনে বরিশাল ছেড়ে যাওয়া নেতারা ফের এলাকায় ফিরছেন। তারা পূর্বের স্ব স্ব এলাকা গুলোতে দলের মনোনয়ন চাচ্ছেন। বিশেষ করে ওইসব নেতাদের বেশিরভাগের নজরই বরিশাল সদর আসনের দিকে। এরই মধ্যে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য ধানের শীষ প্রতীক পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন। শুধু তাই নয়, আজ বুধবার বরিশাল সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সেয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তবে তার আগেই গতকাল সোমবার শত শত নেতা-কর্মীদের সাথে নিয়ে সদর আসনে বিএনপি’র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অপর যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এদিকে দীর্ঘ দিন পরে সদর আসনে পুরানো নেতাদের দৃষ্টি পড়ায় অনেকটা শংকিত হয়ে পড়েছেন মজিবর রহমান সরোয়ার। হারানোর আশংকাও করছেন দীর্ঘ দিনের ধরে রাখা বরিশাল সদর-৫ আসনটি। তবে এর সবকিছুই নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের উপর।
জানাগেছে, দীর্ঘ দিন ধরেই বরিশালের ৬টি আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলোচনা চলে আসছে। সম্প্রতি নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরুর পরে সেই আলোচনা আরো ঘোলাটে হয়ে যায়। কেননা মজিবর রহমান সরোয়ারের দখলে থাকা সদর আসনে হানা দেয়ার চেষ্টা করছেন একের পর এক নেতা। মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই আসনটিতে সাবেক মেয়র আহসান হাবিব কামাল, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন সহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। দ্বিতীয় দিনে এই একই আসনে আরো ২টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। এর একটি করেছেন সদর আসনে একাধিকবার নির্বাচিত সাবেক এমপি ও সিটি’র প্রথম মেয়র মজিবর রহমান সরোয়ার এবং অপরটি বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিছ আক্তার জাহান খান শিরিন। যদিও সদর আসন ছাড়াও বরিশাল-৪ আসনেরও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিরিন। অবশ্য সদর আসনে শিরিনের প্রতিপক্ষ এরই মধ্যে দাড়িয়ে গেছে। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে আজ এই আসনটিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন।
অপরদিকে শুধু, শিরিন, কামাল, চাঁন নয়, আসনটিতে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছেন বরিশাল-২ আসনের সাবেক এমপি ও বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ বুধবার তিনি ঢাকায় দলীয় কার্যালয় থেকে সদর আসনের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। এরই মধ্যে তিনি মজিবর রহমান সরোয়ার, শিরিন, কামাল সহ মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতাদের সাথে কথা বলেছেন। তাদের দোয়া নিয়েছেন। যদিও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বরিশাল-২ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহের কথা রয়েছে বলে শোনা গেছে। সরোয়ার এবং আলাল একই সাথে বরিশালে ভোটের রাজনীতিতে যুক্ত হলে বরিশালে বিএনপি’র প্রেক্ষাপট পাল্টে যেতে পারে বলে ধারনা দলীয় মহলের।