3:23 pm , November 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের ২১ আসনে মঙ্গলবার পর্যন্ত ৯৫ নেতা বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্য্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বরিশাল, পিরোজপুরসহ বিভাগের অন্যান্য আসনের ৬ নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে, বিএনপির দলীয় মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিনে বরিশাল-৫ (সদর) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। গতকাল মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ হেভিওয়েট দুই নেতা তাদের অনুসারীদের নিয়ে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. শিরিন শুধু সদর আসনেই নয়, তিনি বরিশাল-৪ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ঢাকায় কেন্দ্রীয় কার্য্যালয়ে অবস্থানরত ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী আফরোজা খানম নাসরিন জানান, দক্ষিনাঞ্চলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে গতকাল বরিশাল সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, ঝালকাঠি ১ আসনে ব্যারিস্টার শাহজাহান ওমর মনোনয়নপত্র সংগ্রহ করেন । অপরদিকে বরিশাল ৩ আসনের হেভিওয়েট প্রার্থী সেলিমা রহমান গতকাল মনোনয়ননপত্র জমা দিয়েছেন। একই সাথে পিরোজপুর ৩ আসনের প্রার্থী রুহুল আমিন দুলাল, শামীম মিয়া মৃধা ও মোহাম্মদ সেলিম মিয়া মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মনিরুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম শাহীন তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে সোমবার বিভঅগের ২১ অঅসনের মোট ৭৩জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এনিয়ে মনোনয়ন সংগ্রহের প্রথম ২দিনে মোট ১৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।