6:25 pm , April 26, 2018

মোঃ তরিকুল ইসলাম, পিরোজপুর ॥ ইন্দুরকানীর পাড়েরহাটে পারিবারিক কলহের জের ধরে জামাইয়ের হাতে স্ত্রী ও শ্বশুর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক জামাতাকে আটক করেছে। হত্যার শিকার স্ত্রী রিপা আক্তার (২০) ও তার বাবা মো. জাহাঙ্গীর ফকির (৫৫)। হামলায় আহত শ্যালিকা হীরা আক্তারকে (১৪) পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আটক স্বামী হলো-আপন সারেংকে (৩০)। সে শরীয়তপুরের নড়িয়া বৈশাখী পাড়ার আলাউদ্দিন সারেং এর ছেলে।
চিকিৎসাধীন হীরা জানায়, তার বাবা ও বোন রিপা সন্ধ্যায় পাড়েরহাট বাজারে গিয়েছিল। বাজার করে ফেরা পথে শহীদ মিনারের কাছে আপন ছোড়া নিয়ে রিপার ওপর হামলা করে। “এ সময় বাবা ও সে রিপাকে বাঁচাতে এগিয়ে গেলে আপন তাদের কুপিয়েছে।” তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন। নিহত রিপার দেড় বছর বয়সের ছেলে রয়েছে। তারা পাড়েরহাটের আবাসন প্রকল্পের একটি কক্ষে বসবাস করত। ঘটনার পর আপনকে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানা ওসি নাসির উদ্দিন জানান, ঘাতক জামাই আপনকে আটক করা হয়েছে।