3:28 pm , November 11, 2018
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও মারধর করে নগদ তিন লাখ বাইশ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সুন্দরী কথিত প্রেমিকা শিল্পী বেগম (২৫) ও তার সহযোগি ইকবাল (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। হয়রানীর শিকার ব্যবসায়ী জাকির হোসেন নিজেই শনিবার রাতে বাদী হয়ে ৯ জনকে আসামী করে অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজি মামালা করেছে। মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার সাফা বন্দর থেকে অভিযুক্ত সহযোগী ওই যুবক ইকবালকে আটক করার পর তার দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নানা বাড়ি থেকে শিল্পী আক্তার (২৫)কেও গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আজ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।