হোন্ডা মোটর সাইকেলের নতুন ফ্যাক্টরীর উদ্বোধন হোন্ডা মোটর সাইকেলের নতুন ফ্যাক্টরীর উদ্বোধন - ajkerparibartan.com
হোন্ডা মোটর সাইকেলের নতুন ফ্যাক্টরীর উদ্বোধন

3:26 pm , November 11, 2018

ঢাকা অফিস ॥ বিশ্ববিখ্যাত মোটর সাইকেল তৈরিকারক প্রতিষ্ঠান হোন্ডা তাদের নতুন ফ্যাক্টরির উদ্বোধন করেছে। গতকাল রোববার শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) এর যৌথ মালিকানায় ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া চরবাউসিয়া এলাকায় ২৫ একর জমির উপর প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ও হোন্ডা প্রাইভেট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজানুর রহমান, জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হোন্ডা মোটর সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর ও প্রোডাকশন অপারেশনস এর চীফ অফিসার ইয়োশি ইয়ামানে, অপারেটিং অফিসার ও মোটরসাইকেল অপারেশনস এর চীফ অফিসার নোরিয়াকি আবে, এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চীফ অফিসার, এশিয়া হোন্ডা মোটর সাইকেল লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়াকি ইগারাশি, হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োইচিরো ইশি। কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে এই ফ্যাক্টরি গড়ে তোলা হচ্ছে। প্রাথমিকভাবে এই ফ্যাক্টরিতে বছরে প্রায় ১ লাখ মোটর সাইকেল উৎপাদন করা সম্ভব। বাজারের প্রবণতা বুঝে এই ফ্যাক্টরিতে ২ লাখ মোটর সাইকেল উৎপাদনের ব্যবস্থা তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রায় ৩৯০ জন কর্মী নিয়ে শুরু করলেও ২০৩০ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের সাথে সাথে আরো কর্মী নিয়োগ দেবে এই কোম্পানি। মানুষের জীবনে গতিশীলতা বৃদ্ধি করে তাদের অগ্রসরতার পথে নিয়ে যাওয়া এই কোম্পানির লক্ষ্য। বাংলাদেশ হোন্ডা নতুন ফ্যাক্টরি থেকে উন্নতমানের পণ্য সরবরাহ করে উন্নয়নের এ ধারা অব্যহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT