বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসা ছাড়া বিকল্প কিছুই নাই তোফায়েল আহমেদ বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসা ছাড়া বিকল্প কিছুই নাই তোফায়েল আহমেদ - ajkerparibartan.com
বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসা ছাড়া বিকল্প কিছুই নাই তোফায়েল আহমেদ

3:18 pm , November 10, 2018

ভোলা অফিস ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসা ছাড়া ওদের বিকল্প কিছুই নাই। আমাদের সাথে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে আমিও ছিলাম। আমিও যুক্তি তর্ক দিয়ে তাদের বক্তব্য খন্ডন করেছি। তারা চায় উপদেষ্টামন্ডলীর সরকার, যেটা সংবিধানে নাই। তারা চায় সংসদ বিলুপ্ত হোক যেটা সংবিধানে নাই। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। তিনি গতকাল শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়।
মন্ত্রী এসময় বিএনপির সমালোচনা করে বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগ কর্মীদের উপর অত্যাচার করেছে। অনেকে বাড়িতে থাকতে পারে নি। অনেক চেয়ারম্যান ৫ বছর ঢাকায় থাকতে হয়েছে। জানাজায় পর্যন্ত অংশ গ্রহণ করতে পারে নাই। আবার যদি বিএনপি সেই সুযোগ পায় কি কঠিন অবস্থা হবে আপনারা সেটা ভাবতে পারেন? তাই প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এসময় মন্ত্রী স্থানীয় বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে ভোলা হবে বাংলাদেশের মধ্যে সিঙ্গাপুর বলে আশাবাদ ব্যক্ত করেন।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ জেলা , উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, মন্ত্রী পতœী আনোয়ারা আহমেদ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসনে মোট ১১৩টি কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। প্রতিকেন্দ্রে নারী পুরুষের সমন্বয়ে ১৫১ জন করে প্রায় ১৭ হাজার কর্মী নির্বাচনের দায়িত্ব পালন করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT