বিএমএসএফ বরিশাল বিভাগীয় সাংবাদিক সমাবেশ ও সম্মেলন বঙ্গবন্ধু সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন ডিইউজে সভাপতি সূর্য বিএমএসএফ বরিশাল বিভাগীয় সাংবাদিক সমাবেশ ও সম্মেলন বঙ্গবন্ধু সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন ডিইউজে সভাপতি সূর্য - ajkerparibartan.com
বিএমএসএফ বরিশাল বিভাগীয় সাংবাদিক সমাবেশ ও সম্মেলন বঙ্গবন্ধু সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন ডিইউজে সভাপতি সূর্য

3:15 pm , November 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরিশাল বিভাগীয় সাংবাদিক সমাবেশ ও জেলা সম্মেলনে প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোন ধরনের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা ছাড়াই এই পেশায় কাজ করা যায় বলে যে কেউই এই পেশায় প্রবেশ করছে এবং সাংবাদিকতাকে কলুষিত করছে। বর্তমানে যারা এই পেশায় রয়েছেন তাদেরও এসএসসি পাশ থাকা দরকার ও পরবর্তিতে যারা এই পেশায় প্রবেশ করবে গ্রাজুয়েশন করে আসতে হবে বলেও উল্লেখ করেন।
বিএমএসএফ বরিশাল জেলা শাখার আহবায়ক কাজী মিরাজ মাহমুদের সভাপতিত্বের অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে তিনি আরো বলেন, সাংবাদিকতা ঝুকিপূর্ন পেশা। আর এই ঝুকি মেনে নিয়েই এই পেশায় থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানও এক সময়ে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। আর তাই স্বাধীনতা যুদ্ধের পরপরই ১৯৭৪ সালে তিনি সাংবাদিকদের মর্যাদা রক্ষায় আইন পাশ করেন। যা ২০০৬ সালে সরকার বাতিল করে দেয়। ২০০৮ সালে এই দাবী আবার তোলা হলে বর্তমান সরকার দাবী রক্ষায় সহমত প্রকাশ করেন।
তিনি জেলা কমিটির ১৪ দফা দাবীর কথা উল্লেখ করে বলেন, ১ মাস আগে মন্ত্রি সভায় সাংবাদিকদের দাবী নিয়ে এক সভা করা হয়েছে। সেই সভায় এই ১৪ দফা দাবীর ১২ টি সংযুক্ত রয়েছে। যা আগামি দুই এক সপ্তাহের মধ্যে পাশ হয়ে যাবে। সাংবাদিকদের মর্যাদার তথা তুলে ধরে তিনি বলেন, ঢাকায় ১’শ এর বেশি পত্রিকা রয়েছে ও ২ হাজার ২শ অনলাইন রয়েছে। যারা সবাই পত্রিকার সম্পাদক কিন্তু এদের মধ্যে বেশির ভাগেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নেই। তাই সম্পাদক হওয়ার জন্য ১৫ বছরের পেশাদারিত্ব সাংবাদকি হতে হবে।
তিনি ডিজিটাল আইন নিয়ে বলেন, প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাথে এই আইন নিয়ে কথা হয়েছে। তিনি পেশাদার সাংবাদিকদের জন্য এই আইন বাস্তবায়নে শিথিলতা রয়েছে বলেও জানান। এছাড়াও এই আইন বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন দিয়ে সংশোধন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রি শেখ হাসিনা সাংবাদিকদের কল্যানে ট্রাস্ট গঠন করেছেন। যার শুরু হয়েছিলো ৫০ লাখ টাকা দিয়ে। যা প্রধানমন্ত্রি‘র শেষ অনুদানের পরে সাড়ে ৩৬ কোটি টাকা হয়েছে। এটা সমগ্র বাংলাদেশের সাংবাদিকদের টাকা বলেও জানান। শেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। নিজেদের সমস্যার অন্যের হাতে তুলে না দিয়ে নিজেরাই মিমাংসা করার জন্য বলেন। তিনি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষনে কাজ করবেন বলেও জানান।
সম্মেলন ও কাউন্সিলে সভাপতি কাজী মিরাজ মাহমুদ বলেন, সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা। এই পেশায় সব সময় ঝুকির মধ্যে থাকতে হয়। সব ধরনের ঝুকি মাথায় নিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে কাজ করতে হয়। সব সময় যুদ্ধ করে তারপরও ভয়ের মধ্যে থাকতে হয়। রাজনৈতিক, দলীয় নেতাকর্মি, বিরোধীদল, প্রশাসনসহ বিভিন্ন নেতাদের সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়।
তিনি আরো বলেন অনেক রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করতে হয় সাংবাদিকদের। এদের দায়িত্ব রক্ষায় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বিএমএসএফ। বিএমএসএফ সব প্রতিকুল অবস্থায় সাংবাদিকদের পাশে থাকবে। তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলেও উল্লেখ করেন।
পরে বিএমএসএফ’র কেন্দ্রিয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট জেলা কমিটির উদ্বোধনী ঘোষনা করেন এবং সবাইকে এক হয়ে কাজ করার জন্য আহবান জানান।
গতকাল শনিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন,কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি হেদায়েত উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ শরীফ, এস টিভি বাংলার নির্বাহী পরিচালক সোহেল সানি, কেন্দ্রিয় কমিটির সাধারনআইন উপদেষ্টা এড. কাওসার হোসাইন, দপ্তর সম্পাদক পিনাকি দাস, সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, প্রথম সকালের সম্পাদক কাজী আল মামুন, সংগঠনের বরগুনা জেলার সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারন সম্পাদক এড. মোস্তফা কাদের, ঝালকাঠি জেলার সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ। সভা শেষে নির্বাচিত কাউন্সিল ঘোষনা পর অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT