জেলার ৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহে আবুল হাসানাত আবদুল্লাহ’র নেতৃত্বে হাজারো নেতা-কর্মীর ঢাকা যাত্রা জেলার ৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহে আবুল হাসানাত আবদুল্লাহ’র নেতৃত্বে হাজারো নেতা-কর্মীর ঢাকা যাত্রা - ajkerparibartan.com
জেলার ৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহে আবুল হাসানাত আবদুল্লাহ’র নেতৃত্বে হাজারো নেতা-কর্মীর ঢাকা যাত্রা

3:14 pm , November 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি। আর তাই গতকাল শনিবার তার (হাসানাত) ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে বরিশাল ত্যাগ করেছেন কয়েক হাজার নেতা-কর্মী। নৌ পথে দুটি যাত্রীবাহী লঞ্চে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রায় আবুল হাসানাত আবদুল্লাহ’র সঙ্গী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর-৫ আসনের এমপি জেবুন্নেছা আফরোজ ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ আরো অনেকে। তারা সহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা ৬ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ এবং একই দিন জমা দিবেন। এদিকে ঢাকায় যাত্রার পূর্বে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই নেতা জিয়ারত করেছেন বরিশাল সিটি’র সাবেক মেয়র এবং বরিশাল সদর আসনের সাবেক এমপি প্রয়াত শওকত হোসেন হিরনের কবর। এরা হলো হিরন পতœী এমপি জেবুন্নেছা আফরোজ ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। তারা দু’জন একই সময় নগরীর মুসলিম গোরস্থানে কবর জিয়ারতে যান। অবশ্য নিজ বাবা-মায়ের কবর জিয়ারতও করেছেন রিন্টু।
আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহনের তারিখ রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আর তাই দলীয় মনোনয়ন কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার থেকে শুরু হওয়া মনোনয়ন বিক্রি কার্যক্রম শেষ হবে আজ রোববার। গত দু’দিনে বরিশালের ২১টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২১২ জন নেতা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এর মধ্যে গতকাল শনিবার দ্বিতীয় দিনে ২১টি আসনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মাত্র ৫৪টি। তবে আজ তৃতীয় দিন মনোনয়নপত্র ক্রয় এবং শেষ দিন। তাই মনোনয়ন প্রত্যাশী সকল নেতারাই আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
এজন্য বরিশালের ৬টি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতারা দলীয় এক সাথে ফরম ক্রয় এবং জমা দেয়ার পরিকল্পনা নিয়েছেন। তারা আওয়ামী লীগের সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও বরিশাল জেলার সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র নেতৃত্বে মনোনয়ন ফরম ক্রয় করবেন। আর তাই তার নেতৃত্বে গতকাল শনিবার রাত ১০টায় বরিশাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সহ কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে নৌ পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় বরিশালের দুই এমপি এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সফর সঙ্গি হয়েছেন তার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT