বিশেষ বর্ধিত সভায় প্রতিটি ভোট কেন্দ্রে কমিটি গঠনের নির্দেশ আবুল হাসানাত আবদুল্লাহর বিশেষ বর্ধিত সভায় প্রতিটি ভোট কেন্দ্রে কমিটি গঠনের নির্দেশ আবুল হাসানাত আবদুল্লাহর - ajkerparibartan.com
বিশেষ বর্ধিত সভায় প্রতিটি ভোট কেন্দ্রে কমিটি গঠনের নির্দেশ আবুল হাসানাত আবদুল্লাহর

3:06 pm , November 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নিজেদের মধ্যে মতবিরোধ না রেখে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি। সেই সাথে নির্বাচনের আগেই জেলার প্রতিটি ভোট কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই নির্দেশনা দিয়েছেন মন্ত্রী হাসানাত আবদুল্লাহ-এমপি। বেলা ১১টায় নগরীর সার্কিট হাউস মিলনায়তনে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষন কমিটির মন্ত্রী মর্যাদায় আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র সভাপত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি, মহানগর আওয়ামী লীগের সিনিয়র কার্যনির্বাহী সদস্য জেবুন্নেছা আফরোজ এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহানারা বেগম।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এর সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ বরিশালের ৬টি উপজেলার দলীয় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, মহানগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও দলীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসন দুটিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দেয়ার জন্য সভাপতির মাধ্যমে দলের সভানেত্রীর নিকট দাবী জানান। তাছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।
তাছাড়া সভাপতির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি বলেন, কেন্দ্র থেকে যাকে মনোনীত করবে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। একজন মনোনয়ন চেয়ে না পেলে অভিমান করে বসে থাকলে চলবে না। আমাদের সবার লক্ষ্য একটাই হবে তা হলো নৌকার বিজয়। কেননা নৌকার বিজয় হলে সেই বিজয় গোটা আওয়ামী পরিবারের বিজয় হবে। তিনি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। যেসব উন্নয়ন হয়েছে তা সকলের সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনকে নৌকায় ভোট দেয়ার বিষয়ে উৎসাহ করতে হবে। পাশাপাশি কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের একটি করে সেন্টার কমিটি গঠনের বিষয়ে তাগিদ দিয়েছেন। যারা ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভিত্তি আরো শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT