নগরীতে পুলিশের কঠোর বেস্টনীতে বিএনপি’র মানববন্ধন ২ নগরীতে পুলিশের কঠোর বেস্টনীতে বিএনপি’র মানববন্ধন ২ - ajkerparibartan.com
নগরীতে পুলিশের কঠোর বেস্টনীতে বিএনপি’র মানববন্ধন ২

6:52 pm , April 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলায় সাঁজানো রায়ের প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেস্টনীতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মহানগর বিএনপি এবং সকাল সাড়ে ১০টায় একই স্থানে একই দাবীতে মানববন্ধন করে উত্তর ও দক্ষিন জেলা বিএনপি।
মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন ও মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ। বক্তারা আদালতের সাঁজানো রায় বাতিল করে বিএনপি চেয়ারপার্সন সহ কারাবন্দি সকল নেতার মুক্তি এবং বেগম জিয়ার সু-চিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান।
এর আগে একই দাবীতে একই স্থানে দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব সহ অন্যান্যরা। বিএনপি’র পৃথক মানববন্ধন উপলক্ষে অশ্বিনী কুমার হল সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT