অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিএম কলেজে বিক্ষোভ অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিএম কলেজে বিক্ষোভ - ajkerparibartan.com
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিএম কলেজে বিক্ষোভ

3:31 pm , November 3, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের পরীক্ষার ফি ছাড়াও কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় বিএম কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (অনার্স ৩য় বর্ষ) সকল শিক্ষার্থী বৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে করে বিএম কলেজে রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে সাধারন মানুষ। পরে পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে অধ্যক্ষর কার্যালয় তালাবদ্ধ করে রাখে। বিক্ষোভ অংশ নেয় বিএম কলেজের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক ফরম ফিলাপে নির্ধারিত ফি’র বাহিরে উন্নয়ন ফি, মসজিদ ও পূজা ফি, লাইব্রেরী ফি, অধিভুক্তি ফি, ব্যবস্থাপনা ফি, পরিবহন ফি সহ নানান খাত প্রদর্শন করে সারা বছর সাধারন শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত অর্থ আদায় ও শিওর ক্যাশে টাকা গ্রহন পদ্ধতি চালু করেছে। আমরা এই ধরনের সকল ফি বন্ধের দাবী জানাই। শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর জাতীয় বিশ^বিদ্যালয়ের ফি ছাড়াও কলেজের নানান উন্নয়ন মুলক কাজের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ পাঁচ হাজার টাকার উপরে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে করে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে শিক্ষার্থীদের। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার আন্দোলন করেছি কিন্তু তাতে কোন সুফল পাওয়া যায়নি। এসময় তারা কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের মোটের উপরে ২ হাজার টাকা করে কমানো এবং শিওর ক্যাশ টাকা গ্রহন পদ্ধতি বন্ধের দাবী জানান।

এই বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম সিকদার বলেন, নতুন করে কোন ফি বর্ধিত করা হয়নি। শিক্ষার্থীরা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছে তা ২০১৬ সালে বর্ধিত করা হয়েছিলো। জাতীয় বিশ^বিদ্যালয়ের ফি বাবদ নেয়া হচ্ছে ২৩৩৫ টাকা এবং কলেজের বেতন ও অন্যান ফি বাবদ নেয়া হচ্ছে ২১৫০ টাকা। কিছু বিভাগে আরো ২/১শ টাকা করে বেশী হতে নেয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT