3:13 pm , October 31, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির মানববন্ধনে যোগ দিতে আসা জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু সহ পাচ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল পৌনে এগার টায় নগরীর সদর রোডে অ?শ্বিনী কুমার হ?লের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত অন্যান্য নেতৃবৃন্দ হলো- বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বিএইচ রিমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাঈমুল হাসান প্রিন্স, জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক লেলিন খান মোর্শেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা ওবায়েদুল ইসলাম শাওন। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরওয়ার বলেন, কেন্দ্রিয় কমর্সূচীর অংশ হিসেবে অ?শ্বিনী কুমার হ?লের সামনে মানববন্ধন এর আয়োজন করে মহানগর বিএনপি। সেখানে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু ও জেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতা সহ পাঁচ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতৃবৃন্দ জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে নগরীতে মানববন্ধনের আয়োজন করে জেলা উত্তর, দক্ষিন ও মহানগর। এতে অংশ নিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা এলেও অশি^নী কুমার হল চত্বরে গেটের কাছেও ঘেষতি পারেনি। এমনকি সড়কের দু’প্রান্তে বিএনপি সমর্থক ও দলীয় কর্মীদের দাড়াতে দেয়নি পুলিশ। সকাল ১০টার দিকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন সহ তার দুই মহিলা নেত্রীকে এলে পুলিশ তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে শিরিনকে দলীয় কার্যলয়ে যাবার অনুমতি দেয়া হলে প্রবেশ করতে দেয়া হয়নি দুই মহিলা নেত্রীকে। এরপর বরিশাল উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু এলে তাকেও বাধা দিয়ে ফিরিয়ে দেয়া হয়। বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদের নেতৃত্বে আসা একদল বিএনপি পন্থি আইনজীবী হল গেটে পুলিশের বাধায় ফেরত যায়। মহিলাদলের নেত্রীরা সদর রোডে আসার সাথে সাথে পুলিশ তাদেরকে সড়িয়ে দেয়। এছাড়া আইন শৃঙখলা বাহিনী সিটি কলেজ মুখ, ফকিরবাড়ি, মহিলা কলেজ গলি সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কড়া নজরদারীতে ছিল। তবে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, বদক্ষিন জেলার সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগরের সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ও মহিলা দল নেত্রী পাপিয়া জেসমিনকে দলীয় কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়। তারা অনুমতি পেয়ে হলের সামনে অবস্থান নেয়। বেলা ১১টারদিকে বিএনপি যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার আসে। মাইক্রোবাস থেকে যুগ্ম মহাসচিব সরোয়ারসহ জেলা ছাত্রদল সভাপতি মিঠু বের হয়। তখন বেপরোয়া পুলিশ চোখের পলকে শার্টের কলার আর দু’হাত ধরে টেনে হিছড়ে মিঠুকে দ্রুত পিকাপে উঠিয়ে দেয়। তখন যুগ্ম মহাসচিব সরোয়ার মিঠুকে ছাড়িয়ে পুলিশ পিকাপ পর্যন্ত দৌড়ে যান। কিন্তু পুলিশ তার সম্মানও রক্ষা করেনি। এরপরই পুলিশ সদর রোডের বিভিন্নস্থানে দাড়িয়ে থাকা বিএনপি অংগ সংগঠন নেতাকর্মিদের আটক করেছে। পরবর্তীতে হল চত্বরে বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড.মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ এ্যাড.বিলকিস জাহান শিরিন,সাবেক সংসদ ও বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ,বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,মহানগর বিএনপি সম্পাদক জিয়া উদ্দিন জিয়া,বিএনপি নেতা সুপ্রিম কোর্ট আইনজীবী সদস্য এ্যাড. আলি হায়দার বাবুল সহ কয়েকজনকে সাথে নিয়ে ব্যানার ছাড়া অসহায়ের মত কয়েক মিনিট দাড়িয়ে থেকে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে মজিবর রহমান সরওয়ার বলেন, সরকার একদিকে সংলাপের কথা বলছে অপরদিকে নেতা কর্মীদের আটক করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করেছে। এমন অবস্থা চলতে দেওয়া যায়না। সরকার যতই চিন্তা করুক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
এদিকে মানববন্ধনে দাড়ানোর পর পরই পুলিশ বিএনপি’র কর্মসূচিতে বাঁধা দেয়। এতে নেতা-কর্মীরা কর্মসূচি বন্ধ করে দলীয় কার্যালয়ে প্রবেশ করে সেখানে অবস্থান নেয়। তাছাড়া ছাত্রদল সভাপতি সহ আটককৃতদের পুলিশের কাছ থেকে ছাড়িয়ে রাখার চেষ্টা করেন মজিবর রহমান সরোয়ার। এজন্য তিনি পুলিশের পিকআপে ওঠার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাঁধায় তাতে ব্যর্থ হন মজিবর রহমান সরোয়ার।
কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, জনগনের জান-মাল রক্ষা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।